হায়দরাবাদ বিস্ফোরণে দোষী তিন আইএম জঙ্গির সাজা ঘোষণা হল


হায়দরাবাদ: ২০০৭ সালের হায়দরাবাদ জোড়া বিস্ফোরণ মামলার রায় ঘোষণা৷ সোমবার বিশেষ এনআইএ আদালত দোষী সাব্যস্ত তিন জনের সাজা ঘোষণা করল৷ দোষী সাব্যস্ত দুই ইন্ডিয়ান মুজাহিদিন(আইএম) জঙ্গি অনীক সইদ ও ইসমাইল চৌধুরীর ফাঁসির সাজা শোনাল এনআইএ আদালত৷ দোষী সাব্যস্ত তৃতীয় আইএম জঙ্গি তারিক অঞ্জুমের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের৷

এদিনই তৃতীয় আইএম জঙ্গি তারিক অঞ্জুমকে দোষী সাব্যস্ত করে আদালত৷ তার বিরুদ্ধে বিস্ফোরণে জড়িত বাকি ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে৷ বিস্ফোরণের আগে ও পরে দিল্লি ও অন্যান্য জায়গায় জঙ্গিদের আশ্রয় দেয় সে৷

এর আগে ৪ সেপ্টেম্বর এনআইএ আদালত দুই ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি অনীক সাফেক সইদ ও ইসমাইল চৌধুরীকে দোষী সাব্যস্ত করে৷ চেরলাপল্লি সেন্ট্রাল জেলের বিশেষ আদালত ফারুখ সরফুদ্দিন তারকিশ ও মহম্মদ সাদিক ইসরার নামে দু'জনকে এই মামলা থেকে অব্যহতি দেয়৷ শুধু তারিকের ভাগ্য ঝুলে ছিল সোমবার অবধি৷ তবে বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত রিয়াজ ও ইকবাল এখনও পলাতক৷

সরকারি কৌঁসুলি এস সুরেন্দ্রর জানান, অনীক ও চৌধুরী গোকুল চাট ও লুম্বিনী পার্কে বিস্ফোরণে দোষী সাব্যস্ত হয়েছে৷ তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা ও অস্ত্র আইন এবং ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়৷ প্রসঙ্গত গোকুল ঘাটে সেদিনের বিস্ফোরণে ৩২ জন মানুষ প্রাণ হারান৷ আহত হন ৪৭ জন৷

অন্যদিকে লুম্বিনী পার্কের বিস্ফোরণে ১২ জন মারা যান৷ আহত হন ২১ জন৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিস্ফোরণের পিছনে হাত রয়েছে ইন্ডিয়ান মুজাহিদিনের৷ চার্জশিটে নাম থাকা ইন্ডিয়ান মুজাহিদিন সংগঠনের প্রতিষ্ঠাতা রিয়াজ ও ইকবাল ভাটকল এবং আমির রেজা খান পলাতক৷ ভাটকল ভাইরা পাকিস্তানে আশ্রয় নিয়েছে বলে জানা যায়৷