বাস ভাঙচুর, রেল অবরোধ, ধস্তাধস্তি, বন‌্ধে বিক্ষিপ্ত গোলমাল রাজ্যজুড়ে


পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম ও কংগ্রেসের ডাকা বন‌্ধ শুরু হয়ে গিয়েছে রাজ্যে। সকাল ৬টা থেকে শুরু হয়ে গিয়েছে বন্‌ধ। এখনও পর্যন্ত যা খবর, তাতে অন্যান্য দিনের তুলনায় রাস্তায় ভিড় খানিকটা কম। যান চলাচল স্বাভাবিক রাখতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। সেই অনুযায়ী, রাস্তায় প্রচুর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শুধুমাত্র কলকাতাতেই রাস্তায় থাকছে ৪০০০ পুলিশ। অতিরিক্ত ৮০০টি সরকারি বাস নামানো হয়েছে রাস্তায়।

এখনও পর্যন্ত যা খবর, রাস্তাঘাটে যাত্রী সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম। ট্রেনেও অন্যান্য দিনের তুলনায় ভিড় অনেকটাই কম চোখে পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অবরোধ শুরু হয়েছে।

মূলত পেট্রল, ডিজেল, কেরোসিন এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদেই দেশজোড়া বন্‌ধের ডাক দিয়েছে কংগ্রেস ও বাম দলগুলি। 'ভারত বন্‌ধ'কে ঘিরে রাজনৈতিক উত্তাপ সবচেয়ে বাড়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গে। কারণ যে ইস্যুতে বন্‌ধের ডাক দেওয়া হয়েছে, সেই ইস্যুগুলিতে সমর্থন থাকলেও ব‌ন‌্ধ সমর্থন করছে না তৃণমূল। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার পথে নামছে তৃণমূলও। কিন্তু অফিস-কাছারি, দোকান-বাজার খোলা রাখতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে তৃণমূল যে সক্রিয় হবে, সে ইঙ্গিত দিয়ে রেখেছে তারা।


কোথায় কেমন প্রভাব পড়েছে বন‌্ধের:

• বন‌্ধের সমর্থনে সিপিএমের মিছিল হাজরায়। অবরুদ্ধ হাজরা মোড়। মানিকতলা মোড় অবরোধ করল কংগ্রেস। ধর্মতলাতেও বিক্ষোভ দেখায় তারা।

• বন‌্ধের বেশ প্রভাব পড়েছে মুর্শিদাবাদের বহরমপুরে। বেলা ১১টা বাজতে চললেও রাস্তাঘাট শুনশান। কোনও দোকান খোলেনি।

• সকাল সাড়ে ৯টা। ডানকুনিতে রেল লাইনের উপর শুয়ে পড়েন এক বাম সমর্থক। তাঁকে ঘিরে রেল লাইনের উপর আরও বাম সমর্থকেরা দাঁড়িয়ে পড়েন। যার ফলে একটি ডানকুনি লোকাল দাঁড়িয়ে পড়েছে।

• সকাল ৯টা। যাদবপুর ৮বি বাস স্ট্যান্ডে বামেরা মিছিল বার করে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে। সেখানে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ''সারা দেশের মানুষ বন‌্ধকে সমর্থন করেছেন। শুধুমাত্র এ রাজ্যে ছবিটা অন্য। কারণ এ রাজ্যের সরকার বিজেপিকে সমর্থন করছে।''

• সকাল ৯টা থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসও রাস্তায় নেমে মিছিল-অবরোধ করতে শুরু করেছে। হাওড়ার পঞ্চাননতলায় বাস আটকানোর চেষ্টা চালান কংগ্রেস সমর্থকেরা। অবরোধ সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় কংগ্রেস সংর্থকদের। ৪ কংগ্রেস সমর্থকদে আটক করেছে পুলিশ।

• পূর্ব মেদিনীপুরের মেচেদায় এসইউসি কর্মীদের বাস আটকানোর চেষ্টা। অবরোধ তুলে দেয় পুলিশ।

• সকাল পৌনে ৯টা। ফের শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেন চলাচল ব্যাহত। ওভারহেড তারে কলাপাতা ফেলে দেওয়া হয়। শ্রীরামপুরেও ট্রেন অবরোধ বামেদের। ব্যান্ডেল লোকাল আটকে দেওয়া হয়েছে।

• সকাল সাড়ে ৮টা। উত্তপ্ত হাওড়ার দাশনগর। রাস্তা অবরোধ করে বামেরা। অবরোধ ওঠাতে গেলে অবরোধকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাফ নামাতে হয়। এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে।

কেমন চলছে বন‌্ধ? দেখে নিন

• হাওড়ার শানপুরে হাওড়া-আমতা রোড অবরোধ বামেদের। পুলিশ গিয়ে অবরোধ তোলে।

• যাদবপুরে আটকানো হল শিয়ালদহগামী ক্যানিং লোকাল। ট্রেন অবরোধে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। পরে যাত্রীদের বিক্ষোভে পিছু হটেন অবরোধকারীরা।ট্যাক্সিতে বেশি ভাড়া চাওয়ার অভিযোগ শিয়ালদহে।

• সকাল ৮টা। দুর্গাপুরের ওয়ারিয়া স্টেশনের কাছে অগ্নিবীণা এক্সপ্রেসকে আটকানোর চেষ্টা বামেদের। অবরোধকারীদের সরিয়ে দেয় রেল পুলিশ।

• যাত্রীদের যাতে গন্তব্যে পৌঁছতে দেরি না হয়, তার জন্য অতিরিক্ত ৪৫টি জলযানের ব্যবস্থাও থাকছে। থাকছে অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত ৮০০টি সরকারি বাস।

• রাস্তায় রয়েছে প্রচুর বাস, ট্যাক্সি, অ্যাপ ক্যাব। কলকাতা শহর জুড়ে রয়েছে অতিরিক্ত ১৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।


আজ ২২ পয়সা বেড়েছে দাম

• সকাল সাড়ে ৭টা। কলকাতা জুড়ে প্রচুর পুলিশি প্রহরা রাস্তায়। বেহালা চৌরাস্তায় বেশিরভাগ দোকানই বন্ধ।

• বেহালায় সমস্ত সরকারি বাস চললেও বেসরকারি বাসের সংখ্যা খুবই কম।

• ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন‌্ধের কোনও প্রভাব এখনও নেই।

• হাওড়া ডিভিশনে ট্রেন চলাচল স্বাভাবিক। তবে অন্যান্য দিনের তুলনায় ট্রেনে যাত্রীর সংখ্যা অনেকটাই কম।

• সকাল ৭টা। শিয়ালদহের অন্যান্য ডিভিশনে এখনও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও, শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর এবং লক্ষ্মীকান্তপুর লোকালে ভোরে ওভারহেড তারে কলাপাতা ফেলে দেওয়া হয়। এর ফলে ৫টি আপ এবং দু'টি ডাউন ট্রেন চলাচল বিপর্যস্ত হয়।

• সকাল সাড়ে ৬টা। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কোচবিচারে তৃণমূলের শ্রমিক ইউনিয়নের মিছিল।