কোথায় কোথায় ট্রেন বন্ধ, রাস্তায় কোথায় বিক্ষোভ? ভারত বনধে দেখে নিন রাজ্যের চেহারা


পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে ভারত বনধের ডাক দিয়েছে কংগ্রেস। তাতে সমর্থন জানিয়েছে বামেরা।  রাজ্যে কি আদৌ বনধের প্রভাব পড়ল, দেখে নিন এক নজরে গোটা পরিস্থিতি।

 কলকাতা

-বনধের সমর্থনে  এন্টালিতে মিছিল করেন বাম নেতৃত্ব। মিছিলে হাঁটছেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু সহ সিপিএমের প্রথম সারির নেতারা।




-হাজরা মোড়ে বনধের সমর্থনে জমায়েত হন এসইউসিআই কর্মী সমর্থকরা।  পুলিস বাধা দিলে, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিস। হাজরা মোড়ে উত্তেজনা রয়েছে।

 -যাদবপুর, হাজরাতে বনধ সমর্থনে বামেদের মিছিল।

-হাজরা মোড়ে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি ধর্মঘটীদের। 

-শহরের রাস্তায় চলছে পর্যাপ্ত বাস। অন্য দিনের মতোই চলছে ট্যাক্সি, ক্যাব ।



জেলা

-হাওড়ার দাশনগরে বনধ সমর্থনকারী ও পুলিসের ধস্তাধস্তি। দাশনগরে রাস্তা অবরোধের চেষ্টা সিপিএমের। পুলিসের সঙ্গে বচসা, শেষে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়।

- কাটোয়ায় বাস, ট্রেন চলাচল স্বাভাবিক।

- দুর্গাপুরে বাস কম, ট্রেন চলাচল স্বাভাবিক। আসানসোলেও প্রায় একই চিত্র।

-বাঁকুড়ায় দোকানপাট খোলা, চলছে বাস ট্রেন।

-বনধে সচল বারাকপুর শিল্পাঞ্চল।

-বনধের প্রভাব নেই উত্তর দিনাজপুরেও। রায়গঞ্জে যান চলাচল স্বাভাবিক।

-কোচবিহারের রাস্তায় বেসরকারি বাস কম, সরকারি বাস চলাচল স্বাভাবিক। এখানে দোকানপাট খুলেছে কম।

-রাজ্যের বিচ্ছিন্ন কয়েকটি জায়গায় ট্রেন অবরোধ হয়েছে।  একনজরে দেখে নিন কোথায় কোথায় ট্রেন চলাচলে বিঘ্ন...

-কিছু সময়ের জন্য রেল অবরোধ হয় হুগলির শ্রীরামপুরে।

-শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর শাখার অফিস টাইমে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।

-দক্ষিণ বারাসত স্টেশনের কাছে ওভারহেডে কলাপাতা। ট্রেন বন্ধ থাকে বেশ কিছুক্ষণ।

  -এদিকে, দুর্গাপুরেও এই চিত্র ধরা পড়ে। দুর্গাপুরের মায়াবাজারে কিছু সময়ের জন্য ট্রেন অবরোধ। কিছু সময়ের জন্য আটকে দেওয়া হয় অগ্নিবীণা এক্সপ্রেস।

-যাদবপুরে  কিছু সময়ের  জন্য ট্রেন অবরোধ হয়।

-দমদম ক্যান্টনমেন্টেও রেল অবরোধ হয়।

-কোন্নগরে রেললাইন অবরোধ করে বাম কর্মী সমর্থকরা।  আপ ও ডাউন লাইনে দাঁড়িয়ে ট্রেন।

-বনগাঁ লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন

-বসিরহাটের ভ্যাবলা স্টেশনে ট্রেন অবরোধ।

-হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল বন্ধ।

অফিস টাইমে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন রেল যাত্রীরা।