ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরি, যোগীরাজ্যে পুলিশের জালে ২৫০০ শিক্ষক

ভুয়ো সার্টিফিকিটে জমা করে চাকরি করায় উত্তরপ্রদেশের সরকারি স্কুলের ২৫০০ শিক্ষকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। ২০০৪-০৫ শিক্ষাবর্ষে বিএড-এর জাল সার্টিফিকেট জমা করে এরা চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ। বিশেষ তদন্তকারী দলকে এই ঘটনায় এফআইআর জারির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

আগ্রার ডা: ভীমরাও আম্বেদকর ইউনিভার্সিটির এই কেলেঙ্কারিতে আরও ৩০ জন অফিসকর্মীও যুক্ত বলে জানা গিয়েছে। এদের বিরুদ্ধেও চার্জশিট জমা করার প্রস্তুতি নিচ্ছে সিট। এই শিক্ষকরা ভুয়ো সার্টিফিকেটের দৌলতে সরকারি প্রাথমিক স্কুলে চাকরি পাকা করে নেয়। এই ভুয়ো শিক্ষকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সেই সিদ্ধান্ত নিতে বিশেষ তদন্তকারী দলের অফিসাররী শিগগিরই উত্তরপ্রদেশের শিক্ষা দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

সিটের সঙ্গে আম্বেদকর বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ সহযোগিতা করছে বলে জানিয়েছেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার কেএন সিং।