৫ ডলার থেকে ৪০ বিলিয়ন ডলারের মালিক জ্য়াক মা, জানুন তাঁর কাহিনি


সিয়াটেলে এক বন্ধুর বাড়িতে তখন জ্যাক মা। এক চাইনিজ আমেরিকানের কাছে তখন দোভাষীর কাজ করেন তিনি। বন্ধুর বাড়িতে দেখলেন কম্পিউটার কেমন করে কাজ করে। বন্ধুর কাছেই জানলেন ইন্টারনেট কম্পিউটারের সঙ্গে জোটবন্ধন করে কীভাবে মানব সভ্যতার চরিত্রটাকেই বদলে দিতে চলেছে। বন্ধুর কাছে কম্পিউটার ও ইন্টারনেটের এমন কাহিনি শুনতে শুনতে মনে মনে নিজের ভবিষ্যতটাকে কল্পনা করে ফেলেছিলেন জ্যাক মা। আর থামতে চাননি। এরপরই তিনি চাকরি থেকে ইস্তফা দিয়ে নেমে পড়েন আলিবাবা-র জন্ম দিতে।

প্রথম অবস্থায় নিজের বাড়ির দোতালাতেই খুলেছিলেন আলিবাবার অফিস। ৬জন বিনোয়গকারীর কাছ থেকে ৬০ হাজার ডলার জোগাড় করেন জ্যাক মা। এরপরের যাত্রা ছিল রূপকথার মতো। ছোট থেকেই প্রবল উদ্যোমী ছিলেন মা। ছোট থেকেই ইংরাজী শিক্ষায় ছিল প্রবল আগ্রহ। চিনের হ্যাঙ্গঝাউ শহরে এক ঐতিহ্যশালী সঙ্গীত চর্চায় থাকা পরিবারে তাঁর জন্ম হয়েছিল। হ্যাঙ্গঝাউ শহরে একটি ইনস্টিটিউটে প্রচুর বিদেশি আসতেন। ছোটবেলার মা সাইকেলে চড়ে এই বিদেশি-দের পিছন পিছন ঘুরে বেড়াতেন। ইংরাজীতে কথা বলার চেষ্টা করতেন। যাতে তাঁর ইংরাজী ভালো হয়। একনজরে দেখে নিন জ্যাক মা-এর কীর্তি।