প্রকাশ্য রাস্তায় ছুরি নিয়ে এলোপাথাড়ি হামলা প্যারিসে, আহত ৭ পর্যটক

প্যারিস: প্রকাশ্য রাস্তায় ছুরি হাতে তাণ্ডব চালাল এক দুষ্কৃতী ৷ ছুরির আঘাতে সাতজন ব্রিটিশ পর্যটক গুরুতর আহত হয়েছেন ৷ রবিবার স্থানীয় সময় গভীর রাতে ঘটনাটি ঘটে ৷ ছুড়ি এবং একটি লোহার রড নিয়ে বিদেশি পর্যটকদের আক্রমণ করে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি ৷
অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযুক্ত ব্যক্তি আফগান নাগরিক বলে জানা গিয়েছে ৷ তবে, এই ঘটনার সঙ্গে কোনও জঙ্গির যোগাযোগ নেই বলে পুলিশ সূত্রে খবর ৷ কোনও উদ্দেশ্য ছাড়াই প্রকাশ্য রাস্তায় ছুরি দিয়ে আক্রমণ চালায় ওই ব্যক্তি ৷

সূত্রের খবর, ছুরির আঘাতে ৭জন গুরুতর আহত হয়েছেন ৷ তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক ৷

প্রাথমিকভাবে বাসিন দে লা ভিলেট সিনেমাহলে আক্রমণ চালায় ওই দুষ্কৃতী ৷ সেই সিনেমাহলের বাইরে থাকা দুই নিরাপত্তারক্ষীকে লোহার রড ধরে পেটায় অভিযুক্ত ব্যক্তি ৷ এরপর তাকে আটকাতে গেলে ছুরি বের করে আক্রমণ চালায় দুষ্কৃতী ৷

জঙ্গি সংগঠনের সঙ্গে ওই ব্যক্তির কোনও যোগসাজস রয়েছে কিনা সেটি তদন্ত করে দেখছে পুলিশ ৷ কারণ এই আক্রমণের উদ্দেশ্য কি ? সেই বিষয়টি এখনও অবধি স্পষ্ট নয় পুলিশের কাছে ৷ ইতিমধ্যেই গোটা এলাকা জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট ৷

গত ২৩ অগাস্ট নিজের মা এবং বোনকে প্রকাশ্যে কুপিয়ে খুন করে এক ব্যক্তি ৷ এরপর রাস্তায় থাকা সাধারণ মানুষকেও আক্রমণ করার চেষ্টা করে ওই ব্যক্তি ৷ অভিযুক্তকে রুখতে গুলি চালায় পুলিশ ৷  ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিযুক্ত ব্যক্তির ৷