আজ বনধের মধ্যেও ঊর্ধ্বমুখী পেট্রোল, ডিজেলের দাম, বাড়ল লিটার পিছু ২২ পয়সা করে

কলকাতা: পেট্রোল, ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিরোধীরা আজ ভারত বনধ ডাকলেও এদিনও পেট্রোপণ্যের দাম বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ২২ পয়সা করে।

আজ শহরে লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৮৩.৬১ টাকা। লিটার প্রতি ডিজেলের দাম ৭৫.৬৮ টাকা। যেভাবে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে, তাতে জিনিসপত্রের দাম আরও বাড়বে বলে আশঙ্কা  করছেন মানুষ।

এই প্রেক্ষাপটেই, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ভারত বনধের ডাক দিয়েছে কংগ্রেস। ১২ ঘণ্টা ধর্মঘট পালন করবে বামেরাও। বাম-কংগ্রেসের দাবিতে নৈতিক সমর্থন জানালেও ধর্মঘটে নেই তৃণমূল। তবে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল করবে তারা।