পাকিস্তানকে ইরান সেনাপ্রধানের কড়া হুমকি, সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দিলে পদক্ষেপ


সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের উপর চাপ বাড়াল ইরানও। সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার যে অভিযোগ প্রথম থেকেই ভারত করে আসছে, ইরানের রিভোলিউশনারি গার্ড কর্পসের চিফ কম্যান্ডার মেজর জেনারেল মহমম্দ আলি জাফারিও একই কথা বললেন।

পুলওয়ামার ঢঙেই দিন কয়েক আগে ইরানের সেনা জওয়ানদের উপর আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। বিস্ফোরণ ২৭ সেনা শহিদ হন। ইরানের মেজর জেনারেলের দাবি, এই হামলায় পরোক্ষে পাক যোগ রয়েছে। পাকিস্তান সরকার বিদ্রোহীদের তাদের দেশে আশ্রয় দিচ্ছে। সেই নিরাপদ আশ্রয়ে বসে ইসলামকেই হুমকি দিয়ে চলেছে ওই জঙ্গিরা।

এরপর হুঁশিয়ারির সুরে বলেন, যদি পাকিস্তান ওই বিদ্রোহীদের শাস্তি না দেয়, আমরাই পদক্ষেপ করব।