লোকসভা নির্বাচনের আগে শ্রমিক আন্দোলনকে জোরদার করতে পথে নামল বাম


শ্রমিক আন্দোলনকে জোরদার করতে পথে নামছে বামেরা। আগামী ৮ ও ৯ জানুয়ারি দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বাম শ্রমিক সংগঠনগুলি। ১৩ ফেব্রুয়ারি রয়েছে ব্রিগেড। এই দুই কর্মসূচির সমর্থনেই আজ মহামিছিলের ডাক দক্ষিণ  চব্বিশ পরগনা সিপিএমের। বারুইপুর রেলমাঠ থেকে শুরু হয় মিছিল। মিছিলে  পা মেলান রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

শ্রমজীবী মানুষের নূন্যতম মাসিক ছয় হাজার টাকা পেনশন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সমকাজে সমবেতনের দাবিতেই দেশজুড়ে   আন্দোলন জোরদার করা হবে। রাজ্যজুড়েই চলবে নানা প্রতিবাদ কর্মসূচি। লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্তরে বাম ঐক্যের বার্তা দিতে একাধিক কর্মসূচি নিয়েছে সিপিএম-র ছাত্রসংগঠন এসএফআই। আগামী ১৮ ও ১৯ ফ্রেব্রুয়ারি দিল্লিতে মিছিল ও আইন‌ অমান‍্য করবেন এসএফআই সদস্যরা। তার আগে ১৮ জানুয়ারি ডুয়ার্সকন‍্যা অভিযান এবং ২২ জানুয়ারি কলকাতায় আইন অমান্য কর্মসূচি।

একইভাবে ২৪ জানুয়ারি আইন‌ অমান‍্য ঝাড়গ্রামে, মেদিনীপুরে ২৫ তারিখ, ২৭ জানুয়ারি, বাঁকুড়ায় ২৮ তারিখ পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুর, ২৯ জানুয়ারি দুই চব্বিশ পরগনায় এবং ৩০ তারিখ হাওড়া ও মুর্শিদাবাদে।