তিন বার হপম্যান কাপ জয়ের রেকর্ড ফেডেরারের


ফের রেকর্ড গড়লেন রজার ফেডেরার। এবার তিন বার হপম্যান কাপ চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়লেন তিনি। ফেডেরারই প্রথম প্লেয়ার যিনি এই রেকর্ডের মালিক হলেন। শনিবার সন্ধ্যায় বেলিন্দা বেন্সিচকে সঙ্গী করে ফাইনালে মিক্সড ডাবলসে সুইৎজারল্যান্ডকে জেতালেন ফেডাক্স। ফাইনাল টাইয়ে জার্মানির বিরুদ্ধে তাঁর দেশ জিতল ২-১ ব্যবধানে।

এদিন মিক্সড ডাবলসে ফেডেরারদের প্রতিপক্ষ ছিলেন জার্মানির আলেকজান্ডার জেরেভ এবং অ্যাঞ্জেলিক কের্বের। তাঁদের ৪-০, ১-৪, ৪-৩ (৫-৪) ব্যবধানে পরাজিত করলেন ফেডেরার-বেন্সিচ জুটি। এই নিয়ে চতুর্থ বার হপম্যান কাপ জিতল সুইৎজারল্যান্ড।

এর আগে সিঙ্গলসেও জেতেন রজার ফেডেরার। এই মুহূর্তে বিশ্বের ৪ নম্বর আলেকজান্ডার জেরেভকে ৬-৪, ৬-২ ব্যবধানে পরাজিত করেন তিনি। যার ফলে টাইয়ে ১-০ এগিয়ে যায় সুইৎজারল্যান্ড।

কিন্তু তাঁর দেশের বেলিন্দা বেন্সিচকে হারিয়ে দেন বিশ্বের দুই নম্বর অ্যাঞ্জেলিক কের্বের। ম্যাচের ফল কের্বেরের পক্ষে ৬-৪, ৭-৬ (৮-৬)। যার ফলে ফাইনাল টাইয়ে নির্ধারিত হয় এবারের বিজয়ীর নাম।