‌এরোইন্ডিয়া শো–এর পার্কিং লটে আগুন, ভস্মীভূত ৩০০টি গাড়ি


ফের দুর্ঘটনা বেঙ্গালুরুর ইয়ালাহাঙ্কা বিমানঘাঁটিতে চলা এরোইন্ডিয়া ২০১৯–এর প্রদর্শনীতে। শনিবার দুপুর ১২.‌১৭ মিনিট নাগাদ পাঁচ নম্বর গেটের কাছের পার্কিং লটে আগুন লাগে। ভস্মীভূত হয়ে গিয়েছে ৩০০টি গাড়ি।

সেই সময় সকালের প্রদর্শনী চলছি। আচমকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। তৎক্ষণাৎ স্থগিত করে দেওয়া হয় প্রদর্শনী। দমকল প্রধানের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। যান বায়ুসেনার পুলিস এবং সিআইএসএফ–এর অফিসাররা। ওই পার্কিং লটেই পার্ক করা ছিল প্রদর্শনীতে ব্যবহারের জন্য আনা কয়েকশো বিমান।

এছাড়া ছিল প্রচুর বাইক, স্কুটার, স্কুটির মতো দুচাকার যানও। প্রায় দু'‌ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
দমকলের প্রাথমিক অনুমান, কেউ জ্বলন্ত সিগারেটের টুকরো শুকনো ঘাসের উপর ফেলেছিলেন। সেখান থেকেই আগুন লাগে। দমকলের ডিজি এমএন রেড্ডি পরে টুইটারে জানান, '‌মোট ৩০০টি গাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে।

আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। জ্বলন্ত গাড়িগুলি সরিয়ে দিয়ে জায়গা ফাঁকা করে দেওয়ায় আগুন ভয়াবহ আকার নেয়নি। কেউ হতাহত হননি। শুকনো ঘাস এবং জোরাল হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়েছিল।' প্রসঙ্গত, দিন কয়েক আগেই প্রদর্শনীর সময় দুটি সূর্যকিরণ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক বিমানচালকের।