হোয়াটসঅ্যাপ-ফেসবুকে গুজব ছড়ালেই গ্রেফতার


হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করার আগে সাবধান! গুজবের ফাঁদে পা দিলে, গ্রেফতার হতে পারেন। রাজ্যে গুজবে গুণপিটুনি বাড়তে থাকায়, এই মর্মে শনিবার পুলিশকর্তাদের নির্দেশ পাঠিয়েছেন ডিজি। জেলার এসপিদের কাছে তাঁর কড়া পদক্ষেপের বার্তা পৌঁছে গিয়েছে।

গণপিটুনির ঘটনায় জড়িতদের পাশাপাশি গুজব যারা ছড়াচ্ছে তাদের যে রেয়াত করা হবে না, তা জানিয়ে দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্নে এর মধ্যে একটি মনিটরিং সেলও খোলা হয়েছে। বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের উপর নজরদারি চালাবে ওই সেল। রাজ্য পুলিশই মনিটরিং করবে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে প্রতিটি জেলায় দ্রুত সাইবার থানা খোলারও তোড়জোড় চলছে।

মমতা এদিন রাজ্যবাসীর উদ্দেশে বলেন, গুজবে কান দেবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন না। সন্দেহজনক কিছু মনে হলে, পুলিশকে জানান। গুজব নিয়ে মানুষজনকে সচেতন করতে প্রচারের উপরও গুরুত্ব দিয়েছে কলকাতা পুলিশ। বিভিন্ন থানা এলাকায় মাইকিং চলছে।