প্রয়াগের কুম্ভে নরেন্দ্র মোদী, সাধুসন্তদের সঙ্গে করবেন শাহি স্নান


অবশেষে কুম্ভমেলায় পা রাখতে চলেছেন সেই ভিভিআইপি ব্যক্তি৷ যার অপেক্ষায় প্রহর গুনছিল প্রয়াগরাজ৷ তিনি আর কেউ নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রবিবার ঘড়ির কাটায় ৩টে ১৫মিনিট নাগাদ প্রয়াগরাজ আসবেন প্রধানমন্ত্রী৷ সেখান থেকে সোজা চলে যাবেন কুম্ভ মেলায়৷ গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থলে সাধুসন্তদের সঙ্গে করবেন শাহি স্নান৷ সঙ্গে যেতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷  এর আগে তাঁকে অমিত শাহের সঙ্গেও দেখা গিয়েছিল৷ ভিভিআইপি অতিথির জন্য প্রয়াগরাজ জুড়ে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে৷

শিয়রে লোকসভা ভোট৷ তার আগে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের ডালি নিয়ে প্রয়াগরাজ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাঁর এই সফরকে ঘিরে প্রয়াগরাজে জোরদার করা হয়েছে নিরাপত্তা৷ বাড়ানো হয়েছে কুম্ভমেলার নিরপত্তা৷ জানা গিয়েছে, বিকেল পাঁচটার সময় মোদী শাহি স্নান করবেন৷ সেখান থেকে পানীয় জল মন্ত্রকের একটি অনুষ্ঠানে তাঁর যাওয়ার কথা৷

কুম্ভমেলায় থেকে আবারও স্বচ্ছতা অভিযানের উপর জোর দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কথা বলবেন প্রয়াগরাজের সাফাই কর্মীদের সঙ্গে৷ এত বড় মেলার পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব যাদের উপর তাদের হাতে তুলে দেবেন স্বচ্ছ কুম্ভ স্বচ্ছ আভার পুরস্কার৷ এছাড়া স্বচ্ছ সেবা সম্মান নামে একটি ডিজিট্যাল প্রকল্পের উদ্বোধন করবেন৷
 
কুম্ভ মেলা শুরুর পর থেকেই প্রয়াগরাজে ঢল নেমেছে পুণ্যার্থীদের৷ পুণ্য অর্জনে কোটি কোটি ভক্ত এসেছেন যোগীর রাজ্যে৷ অনেক সেলিব্রিটি ও রাজনীতিবিদকেও দেখা গিয়েছে ভিড়ের মাঝে৷ সঙ্গমে প্রথম শাহি স্নান করেন মোদীর মন্ত্রিসভার সদস্য স্মৃতি ইরানি৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সস্ত্রীক প্রয়াগরাজ কুম্ভমেলা দর্শনে আসেন৷ করেন বিশেষ পুজো৷ আসেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও৷