প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল স্কুল, ফিদায়েঁ হানায় রক্তাক্ত স্কুল!


সেনাঘাঁটির পর এবার স্কুল৷ ফের রক্তাক্ত আফগানিস্তান৷ কাবুলে ফিদায়েঁ হামলায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে স্কুলের ৪৮ জন, গুরুতর জখম ৬৭৷  মৃতদের মধ্যে বেশিরভাগই স্কুল পড়ুয়া৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷ এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী৷ অনুমান, ঘটনার পিছনে আফগান তালিবান জঙ্গিগোষ্ঠীর যোগ থাকতে পারে৷

জানা গিয়েছে, বুধবার বিকাল চারটা নাগাদ প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুলের দাশত-ই-বরছি এলাকা৷ মাওদ এডুকেশনাল অ্যাকাডেমিতে বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী জঙ্গি৷ কিছু বুঝে ওঠা আগেই মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায় স্কলের শিক্ষক, কর্মী ও পড়ুয়ারা৷ মুহূর্তের মধ্যে রক্তে ভেসে যায় চারপাশ৷ সূত্রের খবর, তখন আনুমানিক একশোর উপরে পড়ুয়া ওই স্কুলে হাজির ছিল৷ ঘটনার পরেই এলাকা ঘিরে ফেলে পুলিশ ও সেনা৷ জখমদের উদ্ধার করে ভরতি করা হয় হাসপাতালে৷ উদ্ধার করা হয় মৃতদেহগুলি৷ এখনও পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গিগোষ্ঠী৷ প্রশাসনিক অধিকারিকদের অনুমান, ঘটনার সঙ্গে যোগ থাকতে পারে আফগান তালিবানের৷

প্রসঙ্গত, মঙ্গলবারই তালিবান হানায় রক্তাক্ত হয় আফগান সেনাঘাঁটি। উত্তর আফগানিস্তানের একটি সেনাঘাঁটিতে ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় প্রাণ হারায় 'আফগান ন্যাশনাল আর্মি'-র ১০ জন সৈনিক, আহত বহু। সেনা ঘাঁটির একটি অংশের দখল নিয়েছে জঙ্গিরা৷ আফগান প্রশাসন সূত্রে খবর, রবিবার থেকেই চেনাইহা আর্মি বেস দখল করার উদ্দেশ্যে হামলা চালাতে শুরু করে তালিবান জঙ্গিরা। তারপর থেকেই সেনা ও জঙ্গিদের মধ্যে চলছে ভয়াবহ লড়াই। সেনা ঘাঁটিটি যেহেতু জঙ্গি কবলিত ফরয়াব প্রদেশে অবস্থিত। তাই লাগাতার হামলার মুখে পড়ে সরকারি বাহিনী।

Highlights
কাবুলের একটি স্কুলে ফিদায়েঁ হানা৷
এখনও পর্যন্ত হত ৪৮ ও আহত ৬৭, বাড়ছে হতাহতের সংখ্যা৷
শেষ খবর অনুযায়ী, কোনও জঙ্গিগোষ্ঠী হামলার দায় নেয়নি৷