টাকার দামের রেকর্ড পতনে কেন্দ্রকে ট্যুইটে বিঁধলেন মমতা


নয়াদিল্লি: টাকার দামে আবার রেকর্ড পতন ! মঙ্গলবার ১ ডলারের সাপেক্ষে টাকার দাম ছিল ৭০.০১ টাকা । বৃহস্পতিবার সেই অঙ্কটাই বেড়ে  দাঁড়িয়েছে ৭০.৩২ টাকায় ।

টাকার পতন নিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করেন, '' টাকার সর্বকালীন পতন হয়েছে ৷ আমরা সেটা সবাই জানি ৷ ফলে তেল আমদানি করতেও দাম বাড়বে ৷ এর জন্য সবজির দামও বাড়বে ৷ নোটবন্দির পর একের পর এক ধাক্কা ৷ এবার ধাক্কা এল টাকাতেও ৷ দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার আরও ক্ষতি হবে ৷ দেশের কৃষকরাও আরও ক্ষতিগ্রস্ত হবেন  ৷ ক্রমশ সময় পেরিয়ে চলেছে ৷ দেওয়াল লিখন পড়া যাচ্ছে  ৷ ''

বিশেষজ্ঞরা অবশ্য এর জন্য দায়ী করছেন তুরস্কের মুদ্রা লিরাকেই । তুরস্কের মুদ্রা বাজারের পতনের কারণেই বাড়ছে ডলারের দাম, কিন্তু এর প্রভাব পড়ছে ভারত-সহ বেশ কয়েকটি দেশে । অর্থনীতিবিদদের আশঙ্কা, লিরার এই পতনের ফলে বৈদেশিক মূল্য লেনদেন ব্যহত হবেই, তার সঙ্গে মুদ্রাস্ফীতির কারণে বৃদ্ধি পাবে ব্যক্তিগত ব্যয়ভারও ।
টাকার পতনের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে ক্রুড তেল, সার, ওষুধ ও লোহা আমদানি । ক্রুড তেলের প্রায় ৭০ শতাংশই আমদানি করে থাকে ভারত । পেট্রল ও ডিজেলের মূল্য এমনিতেই আকাশছোঁয়া, মুদ্রাস্ফীতির ফলে তা হতে পারে দুর্মূল্য । টাকার পতনের ফলে দাম বাড়তে পারে চাল, ডালের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেরও। অসুবিধায় পড়তে পারেন এডুকেশন লোন নিয়ে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীরা। আমদানি ভিত্তিক শিল্পগুলিও বড়সড় ধাক্কা খেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে । সমস্যা হতে পারে পর্যটন ব্যবসাতেও ৷