উত্তরপ্রদেশের তিন বিমানবন্দরের নাম পরিবর্তনের প্রস্তাব রাজ্য সরকারের


কিছুদিন আগেই পরিবর্তিত হল বিখ্যাত মুঘলসরাই স্টেশনের নাম। তার বর্তমান পরিচয় দীন দয়াল উপাধ্যায় নগর জংশন। এবার পরিবর্তনের পথে উত্তরপ্রদেশের বেশ কিছু বিমানবন্দরের নামও। তালিকায় রয়েছে বরেলি, কানপুর এবং আগ্রা। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কাছে এই তিনটি বিমানবন্দরের নাম পরিবর্তনের আর্জি জানিয়েছে উত্তর প্রদেশের রাজ্য সরকার।

এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, তিনটি বিমানবন্দরই সেনাবাহিনীর অধীনে। বর্তমানে রাজ্য সরকার এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যৌথভাবে বিভিন্ন স্তরে কথা চালাচ্ছে যাতে রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্পের অন্তর্গত বিমানযাত্রীরা এই তিন বিমানবন্দরের সুবিধে পান।

রাজ্য সিভিল অ্যাভিয়েশন দপ্তরের তরফে বরেলি বিমানবন্দরের নাম পরিবর্তন করে নাথ নগরী রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। কানপুর বিমানবন্দরের নাম চাকেরি থেকে পরিবর্তন করে গণেশ শঙ্কর বিদ্যার্থী দেওয়ার প্রস্তাব করা হয়েছে এবং আগ্রা বিমানবন্দরের নাম দীন দয়াল উপাধ্যায়ের নামে রাখার আবেদন করা হয়েছে।