ভুল তথ্য ছড়িয়েছে পাকিস্তান, বলল ভারতীয় সেনা


সাংবাদিক বৈঠকে স্থলসেনা, বায়ুসেনা এবং নৌসেনা।


কিছু ক্ষণ আগেই ভারতীয় বায়ুসেনার আটক উইং কম্যান্ডার অভিনন্দনকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান। অভিনন্দনকে যাতে ছেড়ে দেওয়া হয়, সেই জন্য পাকিস্তানের উপর কূটনৈতিক চাপ তৈরি করেছিল ভারত। 
আন্তর্জাতিক দুনিয়া থেকেও অভিনন্দনকে ছেড়ে দেওয়া নিয়ে চাপ তৈরি করা হয়েছিল ইসলামাবাদের উপর। পাকিস্তানের তরফে জানানো হয়েছে, আগামিকালই ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতের মাটিতে পা রাখবেন অভিনন্দন। 
এই পরিস্থিতিতে পুলওয়ামা নাশকতা এবং তার পরবর্তী সময়ে ভারত-পাক সীমান্তে উত্তেজনা নিয়ে এই মুহূর্তে সাংবাদিক বৈঠক করছেন স্থলবাহিনী, বায়ুসেনা এবং নৌসেনার প্রতিনিধিরা।

'পাকিস্তান প্ররোচনা দিলে ফের প্রত্যাঘাত করা হবে'

'পাক হামলায় আমাদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি'

'গত ২ দিনে ৩৫ বার সংঘর্ষ বিরতি করেছে পাকিস্তান'

' ভারতে এসে বোমা ফেলেছে পাক যুদ্ধবিমান'
'পাক যুদ্ধবিমানের টার্গেট ছিল ভারতের সেনাঘাঁটি'

'এখনও সংঘর্ষবিরতি করছে পাকিস্তান'

'ভুল এবং মিথ্যা তথ্য  ছড়িয়েছে পাকিস্তান' 

'বলা হয়েছিল, তিন বায়ুসেনা পাইলটকে ধরতে পেরেছে পাকিস্তান। এই তথ্য ইচ্ছাকৃত ভাবে  ছড়িয়েছে পাকিস্তান' 

'পাকিস্তান বলেছিল, তিনটি ভারতীয় বিমান ধ্বংস করেছে ওরা। এই তথ্যও সর্বৈব মিথ্যা।'