পুরো দেশ পাইলটের পাশে আছে: নরেন্দ্র মোদী


নয়াদিল্লি: ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দনের পাশে আছে গোটা দেশ৷ এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি বলেন, ''দেশের বীর যোদ্ধারা দেশের সীমান্তে ও সীমান্তের ওপারে পরম বিক্রমের পরিচয় দিয়েছে৷ পুরো দেশ একজোট হয়ে এর মোকাবিলা করবে এবং দেশের জওয়ানদের পাশে আছে৷''

এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিজেপি কর্মীদের সঙ্গে আলাপচারিতা করেন মোদী৷ সেখানে তিনি নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা দেন এবং ভারতের জওয়ানদের সাহসের কথা মনে করিয়ে দেন৷ মোদী জানান, শত্রুরা দেশের পরিবেশ অস্থির করার চেষ্টা করছে৷ কিন্তি এসব করে দেশের গতি স্তব্ধ করা যাবে না৷ দেশ এগিয়ে যাবে৷ সেনাদের ভূমিকা নিয়ে গর্বিত গোটা দেশ৷ ভারত একজোট হয়ে লড়বে এবং জিতবে৷ গোটা দেশ তা দেখেছে৷

ভারতীয় বায়ুসেনা উইং কমান্ডার পাকিস্তানের হাতে বন্দি৷ বুধবার সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের বেশ কিছু ছবি প্রকাশ্যে আসে৷ যেখানে পরিস্কার বোঝা গিয়েছে পাক সেনা তাঁর সঙ্গে অমানবিক ব্যবহার করেছে৷ ভারত এর কড়া নিন্দা করে৷ জানায়, একজন বায়ুসেনা আধিকারিকের সঙ্গে বায়ুসেনা অফিসারের মতো আচরণ করা উচিত৷
 
ওয়াকিবহাল মহলের মতে, এই সব ছবি সামনে এনে পাকিস্তান ভারতীয় সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে চাইছে৷ তারা চাইছে ভারত তাদের পাতা ফাঁদে পা দিক৷ তাই জওয়ানদের মনোবল অটুট রেখে প্রধানমন্ত্রী নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে দেন৷ তিনি জানান, দেশের জওয়ানদের সামর্থ্যের উপর পুরো আস্থা আছে৷ এমন কিছু তারা করতে পারবে না যাতে ভারতের সেনাদের মনোবল ভেঙে যায়৷ তবে ভারতকেও সতর্ক থাকতে হবে৷ এই সময় কোনও ভুল করা যাবে না৷ তাহলে শক্রুরা ভারতের দিকে আঙুল তোলার সুযোগ পেয়ে যাবে৷