পাকিস্তানে নিষেধাজ্ঞা! ২য় দিনে বিশ্বব্যাপী চলাচলে বিঘ্ন, বিকল্প পথে চলছে বিমান


বৃহস্পতিবারও বন্ধ পাকিস্তানের আকাশসীমা। ভারতের সঙ্গে সম্পর্কে অবনতির জেরে বিশ্বব্যাপী হাজারো বিমান চলাচলে ব্যাঘাত তৈরি হয়েছে।  পরপর দুদিন এই ঘটনায় বিপাকে পড়েছেন হাজার হাজার বিমানযাত্রী।

সূত্রের খবর অনুযায়ী, পাকিস্তানের অভ্যন্তরীন বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাকিস্তানের ওপর দিয়ে চলাচলকারী সমস্ত দেশীয় এবং আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে। পাকিস্তানে নিষেধাজ্ঞা থাকায় আটকে পড়েছেন, সে দেশে কিংবা সেদেশের ওপর দিয়ে চলাচলকারী হাজারো যাত্রী।

থাই এয়ারওয়েজ জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে অবনতির কারণে হঠাৎই পাকিস্তানের বিমান পথ বন্ধ। সেইজন্য তাদের ইউরোপের রুটও বন্ধ রয়েছে। বৃহস্পতিবার ব্যাঙ্কক থেকে লন্ডন, মিউনিক, প্যারিস, ব্রাসেলস, মিলান, ভিয়েনা, স্টকহোম, জুরিখ, কোপেনহেগেন এবং অসলোর মধ্যে চলাচলকারী সব বিমান বন্ধ থাকবে। বিমান সংস্থা পাকিস্তানের ওপর দিয়ে নয়, এমন বিমানপথের জন্য অনুমতির অপেক্ষায় রয়েছে।

বেশ কিছু বিমান সংস্থা ইতিমধ্যেই পাকিস্তানকে এড়িয়ে নতুন পথে বিমান চলাচন শুরু করেছে।