উচ্চমাধ্যমিকের নিয়ম বদল, পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর জন্য মিলবে অতিরিক্ত সময়


সকাল ৯টা নয়, ৯টা ১৫ পর্যন্ত পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে পরীক্ষার্থীরা। এমনকী, কেউ যদি ৯টা ১৫-র পরেও পরীক্ষাকেন্দ্রে পৌঁছায়, সেক্ষেত্রে প্রধান শিক্ষকের অনুমতিক্রমে পরীক্ষা দেওয়া হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়ম শিথিল করল সংসদ। বস্তুত, বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির জন্য অনেক পরীক্ষাকেন্দ্রেই পড়ুয়াদের পনেরো মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। উচ্চমাধ্যমিকের বাকি সমস্ত পরীক্ষায় নয়া বিধি বলবৎ থাকবে।

ভরা বসন্তের বর্ষার আমেজ। গত কয়েকদিন ধরেই ঝড়-বৃষ্টি চলছে কলকাতা-সহ গোটা রাজ্যেই। বিপর্যস্ত জনজীবন, বিপাকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরাও। প্রশ্নফাঁস রুখতে এবছর আবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় নজিরবিহীন কড়া পদক্ষেপ করেছে শিক্ষা সংসদ। জানানো হয়েছিল, পরীক্ষার দিন সকাল ৯টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হবে পড়ুয়াদের। ১০টা থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত চলবে পরীক্ষা। ব্যাগ-জলের বোতল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। এমনকী, মোবাইল বা অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্রের ব্যবহার রুখতে পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে রীতিমতো স্ক্যানারের সাহায্যে পড়ুয়াদের তল্লাশিও করা হচ্ছে। সংসদের কড়াকড়িতে ব্যাগ নিয়ে যেমন বিপাকে পড়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা, তেমনি আবার ঝড়-বৃষ্টির কারণে সময়মতো পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারছে না অনেকেই। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বক্তব্য, প্রাকৃতিক দুর্যোগ সামলে যদি বা সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো যাচ্ছে, ব্যাগপত্র রাখতে ও তল্লাশির কারণে অনেকটা সময়ে চলে যাচ্ছে। শেষপর্যন্ত পড়ুয়াদের সুবিধার কথা মাথায় রেখে উচ্চমাধ্যমিকে সময়বিধি শিথিল করার সিদ্ধান্ত নিল সংসদ। পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্য ১৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের। উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলিতে সকাল ৯টা ১৫ পর্যন্ত পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা।   

বৃহস্পতিবার ছিল উচ্চমাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। জানা গিয়েছে, রাজ্যের তিনটি পরীক্ষাকেন্দ্রে মোবাইল-সহ ধরা পড়েছে তিন পরীক্ষার্থী। তাদের ইংরেজি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সংসদ। তবে ওই তিন পরীক্ষার্থী উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি দিতে পারবে কিনা, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।