কর্মী ছাঁটাই করতে চলেছে নোভারটিস


জুরিখ: ব্যবসা বাড়ছে৷ কোম্পানি সম্প্রসারণের লক্ষ্যও রয়েছে৷ তবুও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল নোভারটিস৷ ফার্মাসিউটিক্যাল কোম্পানি নোভারটিস এজি জানিয়ে দিয়েছে ০.৭২ শতাংশ কর্মী ছাঁটাই করবে তাঁরা৷

এই বিবৃতির অর্থ প্রায় হাজার দুয়েক কর্মী কর্মহীন হতে চলেছেন এই সংস্থা থেকে৷ কোম্পানির নতুন চিফ এক্সিকিউটিভ এমনই ঘোষণা করেছেন বলে জানা গিয়েছে৷ এই সুইস কোম্পানি জানিয়েছে বিদেশে নয়, দেশেই কর্মী ছাঁটাইয়ের বেশির ভাগ প্রক্রিয়া চলবে৷

এর মধ্যে উৎপাদন বিভাগ থেকেই ছাঁটা হবে প্রায় হাজার খানেক কর্মীকে৷ শিল্প বিভাগ থেকে ৪৫০ জনকে ও বিজনেস সার্ভিস থেকে ৭৫০ জনকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই সংস্থা৷ নোভারটিস জানিয়েছে ২০২২ সালের মধ্যে এই ছাঁটাই প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলা হবে৷ সুইজারল্যাণ্ডে আপাতত প্রায় ১২৮০০ জন কর্মী এই সংস্থায় কর্মরত৷

কোম্পানির তরফ থেকে বলা হয়েছে ব্রিটেনে তাদের যে শাখা রয়েছে, সেখান থেকে ৪০০ জনকে ছাঁটাই করা হবে৷ এরআগে, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ থেকেও ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিল এই সুইস সংস্থা৷ এই কর্মী ছাঁটাইয়ের ফলে তাদের উৎপাদন অনেক বেশি 'পার্সোনালাইজড ও স্পেসিফাইড' হবে বলে মনে করছে নোভারটিস৷

এতে তাদের উৎপাদিত ওষুধের মান বাড়বে ও মূল্য হ্রাস পাবে বলেই মনে করছেন সংস্থার আধিকারিকরা৷ প্রতি রোগি হিসেবে যে খরচা তাদের হয়, সেই খরচ এক ধাক্কায় অনেকটাই কমে আসবে বলে মনে করা হচ্ছে৷

এরআগে, চলতি বছরের মার্চ মাসে এই সংস্থার একটি শাখা সান্দোজকে ভারতীয় কোম্পানি অরবিন্দ ফার্মা লিমিটেডের কাছে বিক্রি করে দেয় নোভারটিস৷ অরবিন্দ ফার্মা প্রায় ৯০ কোটি মার্কিন ডলারে সুইস ওষুধ কোম্পানির এই শাখাটি কিনে নেয়৷

এই লক্ষ্যে নোভারটিস এজি এবং অরবিন্দ ফার্মার মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়৷ চুক্তিটির আওতায় প্রায় ৩০০ ধরনের ওষুধ উৎপাদনকারী সান্দোজকে কিনে নেয় অরবিন্দ। এদিকে এই খবর প্রকাশের পরপরই ভারতের শেয়ার বাজারে বেড়ে যায় অরবিন্দ ফার্মার শেয়ারের দর। সাথে সাথেই কোম্পানিটির শেয়ারের দর ৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

সুইস ফার্মা কোম্পানি নোভারটিস সম্প্রতি বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোতে তাদের বাজার আরো সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে সুইস ব্যাংক ভোন্টোবেলের বিনিয়োগ বিশেষজ্ঞ স্টেফান স্নাইডার জানান, এই চুক্তিতে অবাক হবার মতো কিছু নেই। বরং, ব্যবসায়িক বিকাশের লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে নোভারটিস।