অবসরের দু’বছর আগে রাজ্য সরকারি কর্মচারীদের পেনশনের ফাইল তৈরি হবে

কলকাতাঃ পেনশন নিয়ে একটি নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। যখানে বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মীদের অবসরের ২ বছর আগেই তৈরি করা হবে পেনশনের ফাইল। সমস্ত সরকারি দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে পেনশন নিয়ে কোনও হয়রানি বরদাস্ত করা হবে না।

নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ৬ মাসের মধ্যে যেসব কর্মীরা অবসর নেবেন তাঁদের ফাইল অবিলম্বে অর্থ দপ্তরে পাঠাতে হবে। আগামী ২ বছরের মধ্যে যাদের অবসর তাদের ফাইলও দ্রুত তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থ দপ্তর সূত্রে খবর, মূলত পেনশন নিয়ে মামলার জটিলতা ও কর্মীদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।