মাঝেরহাট কাণ্ড! ১৮ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ শিয়ালদহ-বজবজ শাখায়

মাঝেরহাটে ব্রিজ বিপর্যয়ের জেরে শনিবার ও রবিবার মিলিয়ে ১৮ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে শিয়ালদহ বজবজ শাখায়। সূত্রের খবর অনুযায়ী, লেভেল ক্রিসি তৈরির কাজের জন্যই পাওয়ার ব্লক করা হবে। সেই কারণেই শনিবার রাত ১০.১০ থেকে রবিবার বিকেল ৪.১০ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, মাঝেরহাট ব্রিজের পড়ে থাকা অংশ ভাঙার কাজ চলেছে। রেললাইনের ওপরের অংশ ভাঙার কাজ বাকি রয়েছে। সেই কাজটিও এই সময় করা হবে বলে জানা গিয়েছে।

আলিপুরে হুমায়ূন কবীর সরণির একটি অংশ দিয়ে বিকল্প রাস্তা তৈরির কাজ চলছে। সেই অংশে আলাদা করে রেলের তরফে বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে। তবে লাইনের পয়েন্ট সরানোর জা বাকি। সেই কাজটি এই সময়ে করা হবে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কাজ করা হবে।

কয়েকটি ট্রেনকে নিউ আলিপুর পর্যন্ত চালানো হবে। যেমন নৈহাটি বজবজ লোকাল নিউ আলিপুর পর্যন্ত আসবে। পরে সেটি আবার নৈহাটি ফিরে যাবে।

এমাসের ৪ তারিখ বিকেলে ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজের একাংশ। এই ঘটনায় মারা যান ৩ জন। বিপর্যন্ত হয়ে পড়ে বেহালা-সহ দক্ষিণ ২৪ পরগনার একাংশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা।