মিস বাগদাদকে গুলি করে মারল আইএস জঙ্গিরা

বাগদাদঃ  প্রাক্তন মিস বাগদাদ ও মিস ইরাক রানার আপ তারা ফারেসকে গুলি! একদল দুস্কৃতি তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু তারা ফারেস। এই প্রিয় মুখকে বৃহস্পতিবার বাগদাদের ক্যাম্প সারাহ এলাকায় গুলি চালিয়ে হত্যা করে দুই অজ্ঞাত হামলাকারী।

দেশের স্বরাষ্ট্র-দফতরের মুখপাত্র মেজর জেনারেল সাদ মান জানিয়েছেন, হামলার সময় ফারেস গাড়ির ভিতরে ছিলেন। দুই জন মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে চলে যায়। তুর্কি সংবাদ মাধ্যম হুররিয়াত ডেলি জানিয়েছে, তারা ফারেস আগে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের কাছ থেকে হুমকি পেয়েছিলেন।

ইরাকে সম্প্রতি এমন আরও কয়েকজন মহিলা সম্প্রতি আততায়ীর হাতে নিহত হয়েছেন। খ্রিস্টান ধর্মাবলম্বী ২২ বছর বয়সী ফারেসের বাবা ইরাকি ও মা লেবানিজ। ফারেস কুর্দি অধ্যুষিত অঞ্চলের এরবিলে থাকতেন। বাগদাদে যেতেন কখনও কখনও। ইনস্টাগ্রামে তার প্রায় ৩০ লাখ ফলোয়ার। তিনি ২০১৪ সালে মিস বাগদাদ ও ২০১৫ সালে মিস ইরাক রানার আপ নির্বাচিত হয়েছিলেন।

তুর্কি সংবাদ মাধ্যম হুররিয়াত ডেলি জানিয়েছে, তারা মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানা যায়, তিনটি গুলি বিদ্ধ করেছে তাকে। তার হত্যাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এর আগে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট তাকে হুমকি দিয়েছিল।

গত মাসেও ইরাকে দুই জন বিখ্যাত মহিলাকে হত্যা করা হয়েছে। এদের একজন রাফি আল ইয়াসেরি। তিনি 'ইরাকের বার্বি' হিসেবে খ্যাত ছিলেন। আগস্টের ১৩ তারিখে তাকে তার বাসভবনের ভেতরে হত্যা করা হয়। প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডের কোনও সূত্র পাওয়া যায়নি।

মাত্র কয়েক দিন আগে বসরায় ইরাকের মানবাধিকার কর্মী সুয়াদ আল আলিকেও হত্যা করা হয়। গাড়িতে বসে থাকা অবস্থাতেই তাকে আততায়ীরা গুলি করে। হত্যার এই ধারাবাহিকতা ও তারার মৃত্যুতে একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'এই বৃহস্পতিবার তারা, পরের বৃহস্পতিবারে কে?'