কী করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আধার কার্ড বিচ্ছিন্ন করবেন


সুপ্রিম কোর্টের রায়ের পর এখন আর বাধ্যতামূলক নয়। রায় জানার পরে অনেক গ্রাহকই চেষ্টা করছেন, কী করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা আধার কার্ডের '‌ডিলিংক'‌ (‌অর্থাৎ সংযোগ বিচ্ছিন্ন করানো)‌ যায়।

আধার কার্ড ডিলিংক করতে হলে, যে ব্যাঙ্কের যে শাখায় আপনার অ্যাকাউন্ট রয়েছে। প্রথমে যেতে হবে সেখানে। প্রথমে জমা দিতে হবে আধার ডিলিংক করতে চেয়ে একটি দরখাস্ত করতে হবে। কেওয়াইসি করানোর জন্য যে নথিগুলি লাগে (‌যেমন প্যান কার্ড, পাসবই)‌ সেগুলোর নকলও জমা দিতে হবে। এর ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্ট থেকে আধার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। শুধু তাই নয়, মোবাইল ফোন কম্পিউটার থেকেও নেট ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করে আধার কার্ড ডিলিংক করা যেতে পারে। তবে সেক্ষেত্রেও ন্যূনতম ৪৮ ঘণ্টা সময় লাগবে।