তিন মাসে রিলায়েন্স জিও লাভ ৬১২ কোটি টাকা।


তিন মাসে নেট লাভ ৬৮১ কোটি টাকা। মুকেশ অম্বানীর রিলায়েন্স জিও-র সাফল্য সত্যিই আকাশ ছোঁয়া। আগের বছরের নিরিখে সত্যিই বিশাল লাফ দিয়েছে মুনাফা। চলতি আর্থিক বছরের দ্বিতীয় কোয়ার্টার শেষ হয়েছে ৩০ সেপ্টেম্বর। আর সেই সময়ে সংস্থার মোট লাভ হয়েছে ৬৮১ কোটি টাকা। এমনটাই দাবি করা হয়েছে সংস্থার আর্থিক রিপোর্টে।

এই তিন মাসে সংস্থার লাভ বেড়েছে ১১ শতাংশ। এপ্রিল থেকে জুন প্রথম কোয়ার্টারে লাভ হয়েছিল ৬১২ কোটি টাকা। তবে একটু হলেও কমেছে গ্রাহক প্রতি ব্যবহার। গত কোয়ার্টারে সেটা ছিল ১৩৪.৫ টাকা। সেটা এবারে হয়েছে ১৩১.৭ টাকা। তবে এই তিন মাসে যে হারে নতুন গ্রাহক বেড়েছে তাতে মুনাফা বৃদ্ধিতে কোনও সমস্যা হয়নি।

চলতি আর্থিক বছরের প্রথম তিন মাসে নতুন গ্রাহক হয় ২ কোটি ৮৭ লাখ। সেখানে সদ্য শেষ হওয়া কোয়ার্টারে গ্রাহক বেড়েছে ৩ কোটি ৭০ লাখ। সেপ্টেম্বর পর্যন্ত জিও-র মোট গ্রাহক সংখ্যা— ২৫ কোটি ৩০ লাখ। গত তিন মাসে প্রতি গ্রাহক মাসে ১১ জিবি ডেটা ব্যবহার করেছেন। মোট ৭৭১ কোটি জিবি।