৮ হাজার স্কুল পেল CBSE অনুমোদন


২০০৭ সাল থেকে আটকে ছিল অনুমোদন। অবশেষে একসঙ্গে ৮ হাজার স্কুলের আবেদনে শিলমোহর পড়ল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের। উপ-আইন সংশোধনের পর আরও সহজ হয়ে গিয়েছে অনুমোদনের প্রক্রিয়া। ফলে প্রায় 'পেপারলেস' হয়ে গিয়েছে আবেদন এবং অনুমোদের সব কাজ। নতুন নিয়মে স্কুলের তরফে মাত্র দুটি তথ্য-প্রমাণ জমা দিলেই মিলবে অনুমোদন। 

বৃহস্পতিবার এই নতুন নিয়ম প্রকাশ করেছেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি জানিয়েছেন, মন্ত্রকের প্রধান উদ্দেশ্যই হল যাতে স্বচ্ছ এবং সমস্যাহীন পদ্ধতিতে সব কাজ এগোয়। জাভড়েকর জানিয়েছেন আগে রাজ্যের শিক্ষা দপ্তর বিভিন্ন সরকারি দপ্তরের নথি পরীক্ষা করে তা CBSE-র কাছে পাঠাত। বোর্ড দ্বিতীয়বার সেই সব নথি খুঁটিয়ে দেখত। তবে নতুন নিয়ম চালু হওয়ার পর থেকে গোটা প্রক্রিয়াটাই অনলাইনে হবে এবং আবেদনের এক বছরের মধ্যেই বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে।

অ্যাফিলিয়েশন বাই-ল প্রথম তৈরি হয় ১৯৮৮ সালে। এর পর ২০১২ সালে এটি প্রথমবার সংশোধন করা হয়।