এশিয়ায় প্রথম জরায়ু প্রতিস্থাপনের মাধ্যমে সন্তান প্রসব পুনের হাসপাতালে


পুনে : এশিয়ায় প্রথম জরায়ু প্রতিস্থাপনের মাধ্য়মে সন্তান প্রসব করলেন ভারতের এক মহিলা। গুজরাতের বাসিন্দা মীনাক্ষী নামে ওই মহিলার শরীরে তাঁর মায়ের জরায়ু প্রতিস্থাপন করা হয়। ২০১৭ সালের ১৮ মে পুনের গ্যালাক্সি কেয়ার হাসপাতালে অস্ত্রোপচারটি হয়েছিল।

এই ধরনের অস্ত্রোপচার এর আগে পৃথিবীতে ১১ বার হলেও এশিয়ায় এই প্রথম হল। পাশাপাশি এই বিষয়টিও উল্লেখ্য, যে জরায়ুর মাধ্যমে মীনাক্ষী গতকাল একটি কন্যা সন্তান প্রসব করেন তা থেকে তাঁরও জন্ম হয়েছিল।
এপ্রসঙ্গে গ্যালাক্সি কেয়ার হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডাঃ শৈলেশ পান্তামবেকর বলেন, "২০১৭ সালে মীনাক্ষীর জরায়ু প্রতিস্থাপন করা হয়েছিল। কিন্তু, তারপর তিনটি অস্ত্রোপচার হলেও তা কাজ করছিল না। তাই আমরা তাঁর জরায়ুতে ভ্রূণটি প্রতিস্থাপন করেছিলাম। এবং তার ৩২ সপ্তাহ পর সিজ়ারের মাধ্যমে মীনাক্ষী সন্তান প্রসব করেন। এশিয়ার মধ্যে এই ধরনের ঘটনা এই প্রথম।"

সন্তান জন্মের পর মীনাক্ষী ও তাঁর স্বামী হিতেশ ভালান্দ বলেন, "দীর্ঘদিন ধরে আমরা এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম।"