বিতর্কিত আফগান পুলিস অফিসার তালিবান হামলায় মৃত


আফগান পুলিসের বিতর্কিত অফিসার জেনারেল আবদুল রাজিক মারা গিয়েছেন তালিবানি হামলায়। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজিকের দেহরক্ষীর ছদ্মবেশে থাকা এক তালিবান জঙ্গি গুলি করে খুন করে তাঁকে। এর আগে বহুবার রাজিক গর্ব করে বলতেন তালিবান জঙ্গিদের তাঁকে হত্যার অগুন্তি হামলা ব্যর্থ করেছেন তিনি।  আফগানিস্তানের দক্ষিণে কান্দাহার প্রদেশের পুলিস প্রধান রাজিককে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন অত্যাচারের নেতা বলে অভিহিত করেছিল। কারণ বহু ধৃত তালিবান জঙ্গিকে অমানবিক অত্যাচার করতেন রাজিক বলে অভিযোগ ছিল। ৩৯ বছরের রাজিক শক্ত হাতে কান্দাহারে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতেন। তাঁকে রীতিমতো ভয় পেত জঙ্গিরা। রাজিকের মৃত্যুতে কান্দাহার প্রদেশে তালিবান জঙ্গি দমনে বড় বাধা পাবে আফগান পুলিস এবং সেনা বলে মনে করছেন  কাবুলের বিদেশি কূটনীতিকরা। একইসঙ্গে পুলিস প্রধানের দেহরক্ষীর ছদ্মবেশে জঙ্গি ঢুকে পড়ার খবরে আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও চিন্তিত কূটনীতিকরা।

রাজিকের হত্যার খবর বৃহস্পতিবার সন্ধ্যাতই টুইট করে জানিয়ে আফগানিস্তানে কর্তব্যরত ন্যাটো কমান্ডার তথা মার্কিন সেনার শীর্ষ অফিসার জেনারেল স্কট মিলার বলেন, '‌খুব প্রিয় এবং ভালো বন্ধুকে হারালাম। আফগানিস্তান ওঁর অবদান কখনও ভুলবে না'‌। বৃহস্পতিবার কান্দাহার শহরে কড়া নিরাপত্তা বেষ্টিত চত্বরে নিরাপত্তা এবং জঙ্গি দমন নিয়ে মিলারের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করছিলেন রাজিক। সেসময় কান্দাহারের প্রাদেশিক গভর্নরের নিরাপত্তাকর্মীদের ছদ্মবেশে থাকা ওই তালিবান জঙ্গি রাজিককে লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। রাজিক ছাড়া প্রাদেশিক গোয়েন্দা বিভাগের এক অফিসার এবং এক সাংবাদিক মারা গিয়েছেন। জখম ১৩ জন। হামলার তীব্র নিন্দা করে তালিবান জঙ্গি দমনের আশ্বাস দিয়েছে প্রশাসন।