সাত-সকালে শহরের বহুতলে অগ্নিকাণ্ড!


ফের কলকাতার বহুতলে অগ্নিকাণ্ড। শনিবার সকাল ছটা নাগাদ শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে বহুতলে আগুন লাগে। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। হতাহতের কোনও খবর নেই। মিটারবক্স থেকেই অগ্নিকাণ্ড প্রাথমিক তদন্তে অনুমান দমকল ও কলকাতা পুলিশের।

সাত-সকালে আর্তনাদ, পুলিশ ও দমকলে ফোন। ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন। যায় ল্যাডারও। দেখা যায় গ্রাউন্ড ফ্লোরে থাকা মিটার বক্সে আগুন লেগেছে। প্রথমে ধোঁয়া আর পরে আগুন আতঙ্ক এক জায়গায় জড়ো হয়ে গিয়েছিলেন আবাসনে থাকা ১৫ জন বাসিন্দা। বেরোতে না পেরে সিঁড়ির কাছে আটকে পড়েছিলেন তাঁরা।

দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ শুরুর সঙ্গে ১৫ জন বাসিন্দাকে উদ্ধার করেন।

বহুতলের সামনেই রয়েছে বড় খাবারের দোকান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান। এমনই এক জায়গায় ধোঁয়া ও আগুনের জেরে আতঙ্ক ছড়ায় আশপাশের এলাকায়। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভিড় সমান আশপাশির বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীরা।

ঘন্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। দেখা যায় পুরোপুরি পুড়ে গিয়েছে মিটার বক্স। সেই থেকে দমকলের অনুমান আগুন লেগেছিল মিটারবক্স থেকেই।