একই দিনে ২০০জন খুনের আসামি গ্রেফতার, কী চলছে ব্রাজিলে জানেন কি


একইদিনের মধ্যে ব্রাজিলে খুনের অপরাধে অভিযুক্ত ২০০ জনের বেশি লোককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে ফুটবলের দেশে। সবমিলিয়ে মোট ১০০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ রয়েছে।

দেশ জুড়ে ৬৬০০জন পুলিশ আধিকারিক তল্লাশি অভিযানে নেমেছিলেন। ব্রাজিলের জন নিরাপত্তা মন্ত্রক এই তথ্য সামনে এনেছে।

ব্রাজিলে নানা ক্ষেত্রে অপরাধ অনেক বেড়ে গিয়েছে। বিশেষ করে নারীদের হত্যা বা লিঙ্গ বৈষম্য ভেদে অত্যাচার। মহিলাদের বিশেষ করে টার্গেট করা হচ্ছে। ফলে পুলিশ ১০২৭জন সাবালক ও ৭৫জন নাবালককে গ্রেফতার করেছে।

শুধু খুন নয়, মহিলাদের উপরে অত্যাচার, অবৈধ অস্ত্র রাখা সহ নানা অপরাধে অভিযুক্তদেরই গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ২০১৭ সালে মহিলাদের খুনের ঘটনা ৬ শতাংশ বেড়ে গিয়েছিল। সার্বিকভাবে অপরাধের সংখ্যাও বেড়েছে। ফলে পুলিশকে বাধ্য হয়ে অপারেশনে নামতে হয়েছে।

এর মধ্যে রয়েছে ১১৩৩টি খুনের ঘটনা, ৬০,০১৮টি ধর্ষণের ঘটনা যা ২০১৬ সালের হিসাবে অনেকটাই বেশি। বার্ষিক রিপোর্ট হাতে পাওয়ার পরই পুলিশ তদন্তে নেমেছে বলে জানা গিয়েছে।