রাখীর দিন চলবে বিশেষ লেডিজ স্পেশ্যাল ট্রেন


নয়াদিল্লি: আগামী রবিবার রাখী পূর্ণিমা ৷ আর সেই উপলক্ষ্যে বিশেষ মহিলা স্পেশ্যাল ট্রেন চালানো হবে ৷ এমনটাই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলের দিল্লি শাখা। ওই দিন দিল্লি জুড়ে এরকম বেশ কয়েকটি বিশেষ ট্রেন চালানো হবে। মহিলা যাত্রীরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারে সেজন্যই এই ব্যবস্থা করতে চলেছে রেল কর্তৃপক্ষ।

রাখীবন্ধন উত্‍সব বেশ ধুমধাম করেই গোটা দেশে পালিত হয়। বোন বা দিদিরা তাঁদের ভাইদের হাতে রাখি পরায়। তাই ওই দিন যাতে নিরাপদে তাঁরা যাতায়াত করতে পারেন, তাই এমন উদ্যোগ নেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে।

নয়াদিল্লি-পালওয়াল, নয়াদিল্লি-গাজিয়াবাদ এবং নয়াদিল্লি-পানিপথ। এই তিন রুটে মোট এক জোড়া ট্রেন চলবে রাখীর দিন। রেলের এই পদক্ষেপকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছেন রাজধানী দিল্লির মহিলারা।‌‌