কেরলকে ৭ কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করল অ্যাপল


বন্যা বিধ্বস্ত কেরলের জন্য ৭ কোটি টাকা সাহায্য দেওয়ার কথা ঘোষণা করল অ্যাপল। শনিবার মার্কিন এই সংস্থাটি বিবৃতি দিয়ে সাহায্যের কথা জানিয়েছে।

ওই বিবৃতিতে অ্যাপল কর্তৃপক্ষ বলেন, ''বন্যা বিধ্বস্ত কেরলকে দেখে আমাদের হৃদয় ভেঙে গিয়েছে। উদ্ধারকার্যের জন্য বেসরকারি সংস্থা মার্সি কপ‌্স এবং কেরল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৭ কোটি টাকা দেওয়া হবে। যাঁরা এই ভয়ানক প্রাকৃতিক দুর্যোগে গৃহহারা হয়েছেন, নতুন করে তাঁদের জন্য ঘরবাড়ি এবং স্কুল তৈরি করতে সাহায্য করবে ওই অর্থ।''

পাশাপাশি যে সমস্ত অ্যাপল গ্রাহক কেরলের জন্য অর্থ সাহায্য করতে ইচ্ছুক, তাঁদের জন্য আইফোনের হোমপেজে আলাদা করে একটি 'ডোনেট' অপশন রাখছে সংস্থা। ওই অপশনে ক্লিক করে ক্রেডিট এবং ডেবিট কার্ড থেকে নিজেদের ইচ্ছামতো অর্থ সাহায্য করতে পারবেন গ্রাহকেরা।