ল্যান্ডমাইন বিস্ফোরণে শহীদ ২ জাওয়ান, জখম বহু !


ফের অশান্ত উপত্যকা৷ পৃথক দুটি এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে শহিদ দুই সেনা জওয়ান৷ উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান সেক্টর ও গোগোল দ্বার এলাকার ঘটনা৷ ওই এলাকায় এখনও জারি জঙ্গি নিধন অপারেশন৷

উত্তর কাশ্মীরের বালবির পোস্টের কেরান সেক্টরে জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পান জওয়ানরা৷ খবর পেয়েই জওয়ানরা রুটিন তল্লাশি চালান৷ সেই সময়ই কেরান সেক্টরের কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়৷ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা৷ রাইফেলম্যান নিহাল গুরুং গুরুতর জখম হন৷ শ্রীনগরের বাদামিবাগে আপাতত চিকিৎসা চলছে তাঁর৷ ওই রাইফেলম্যানের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ এছাড়াও আরও এক সেনা জওয়ান গুরুতর জখম হয়েছেন৷ তিনিও ওই হাসপাতালেই ভরতি রয়েছেন৷ তাঁর শারীরিক অবস্থাও অত্যন্ত সংকটজনক৷ এদিকে, শুক্রবার গভীর রাতে আরও একটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ সেনাসূত্রে জানা গিয়েছে, গোগোল দ্বার এলাকাতেও জঙ্গি ঘাপটি মেরে বসে থাকার খবর পায় জওয়ানরা৷ সেই অনুযায়ী জঙ্গি দমনের উদ্দেশ্যে ওই এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান৷ আচমকাই ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে৷ বিস্ফোরণে অভিষেক ছেত্রী নামে এক জওয়ান জখম হয়েছেন৷ তাঁর শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে৷ ওই জওয়ানকেও হাসপাতালে ভরতি করা হয়েছে৷ অভিষেক ছেত্রী নামে ওই সেনা জওয়ানের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷    

সপ্তাহখানেক আগেও ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে জম্মু-কাশ্মীরের কুপওয়ারায়৷ গোপনসূত্রে সেনার কাছে খবর আসে গুলাব পোস্টের কাছে জঙ্গিরা ঘাঁটি গেড়েছে৷ খবরের ভিত্তিতে জওয়ানর ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে৷ রুটিন তল্লাশি চলার সময়ই ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে৷ এই ঘটনায় রাইফেলম্যান দলবীর সিং জখম হন৷ সেনা হাসপাতালে এখনও ভরতি রয়েছেন তিনি৷ তাঁদের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক৷  

Highlights
শনিবার সকালে কেরান সেক্টরের কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়৷

জঙ্গিনিধনে রুটিন তল্লাশি চলার সময় ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়৷

ল্যান্ডমাইন বিস্ফোরণে শহিদ দুই সেনা জওয়ান৷