৪ বছরের শিশুর পেটে কুলের বীজ-নাটবল্টু-মাটির ঢেলা ! সফল অস্ত্রোপচার, তাজ্জব চিকিৎসকেরা


হুগলি: ৪ বছরের শিশুর পেট থেকে বের হয়েছে ২০৩টি কুলের বীজ, নাটবল্টুর নাট, কাপড়ের টুকরো, মাটির ঢেলা। আজ বর্ধমান মেডিকেলে অস্ত্রোপচার করে সেসব বের করলেন ১৪ জন চিকিৎসক।

শিশুর নাম জীবন রুইদাস। বাড়ি হুগলির বদনগঞ্জে। বেশ কয়েকমাস ধরেই পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিল সে। পেট ফুলেও থাকছিল। ১২ দিন আগে শিশুটিকে বর্ধমান মেডিকেলে ভর্তি করা হয়। এরপর শনিবার অস্ত্রপচারের পর একে একে বের করা হয় ২০৩ টি কুল বীজ, নাট, কাপড়ের টুকরো, মাটির ঢেলা। এত কুলের বীজ দেখে তাজ্জব চিকিৎসকরা। কী করে এমন ঘটনা ঘটেছে ৷

মানসিক সমস্যার কারণে শিশুটি এইসব খেয়ে থাকতে পারে বলে মত চিকিৎসদের। আরও দেরি হলে খাদ্যনালী পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারত বলে জানিয়েছেন তাঁরা। সফল অস্ত্রোপচারে খুশি শিশুর পরিবার।