স্বস্তির নিশ্বাস, দাম কমল পেট্রল ও ডিজেলের


নয়াদিল্লি: জ্বালানির দরে পতন অব্যাহত৷ রবিবার আরও কিছুটা কমল পেট্রল ও ডিজেলের দাম৷ এদিন রাজধানী দিল্লিতে ২১ পয়সা কমে প্রতি লিটার পেট্রলের দাম হয় ৭৮.৭৮ পয়সা৷ অপরদিকে ডিজেলের দাম লিটার পিছু ১৭ পয়সা কমে হয় ৭৩.৩৬ পয়সা৷

বাণিজ্যনগরী মুম্বইতে কমেছে পেট্রল ও ডিজেলের দাম৷ সেখানেও পেট্রলের দাম লিটার পিছু ২১ পয়সা কমে৷ নতুন দাম হয় ৮৪.২৮ পয়সা৷ ডিজেলের দাম লিটার পিছু কমে ১৮ পয়সা৷ নতুন দাম হয় ৭৬.৮৮ পয়সা৷ এর আগে গত ২৮ অক্টোবর রবিবার আম জনতাকে স্বস্তি দিয়ে জ্বালানির দাম হ্রাস পায়৷ রবিবার সকালে যখন জ্বালানির দাম প্রকাশ করে তেল কোম্পানিগুলি তখন দেখা গিয়েছিল পেট্রলের দাম লিটার পিছু ৪০ পয়সা ও ডিজেলের দাম লিটার পিছু ৩৩ থেকে ৩৫ পয়সা কমেছিল৷ তারপর থেকে লাগাতার কমতে শুরু করে তেলের দাম৷

এর আগে গত বেশ কয়েক মাস ধরে এক নাগারে প্রায় প্রতিদিনই নিয়ম করে বেড়েছে জ্বালানির দাম৷ নিত্য প্রয়োজনীয় জিনিসেও এর প্রভাব পড়ার আশঙ্কা ছিল৷ কেন্দ্র ও পেট্রোলিয়াম প্রস্তুতকারক সংস্থাগুলির যুক্তি ছিল বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় দেশে জ্বালানির দাম লাগামছাড়া হয়ে উঠেছিল৷ এর সঙ্গে যুক্ত ছিল বেশ কিছু আন্তর্জাতিক কারণও৷