পরীক্ষায় সফল দেশে তৈরি বুলেটপ্রুফ জ্যাকেট ‘Bhabha Kawach’


নয়াদিল্লি: দেশে তৈরি হালকা ওজনের বুলেটপ্রুফ জ্যাকেট পরীক্ষায় উত্তীর্ণ৷ Bhabha Atomic Reseach Centre (BARC)-এর এই জ্যাকেটের নাম- Bhabha Kawach, যার মূল্যও অপেক্ষাকৃত কম৷

BARC-এর ডিরেক্টর কে এন ব্যাস জানান, সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্স এর পরীক্ষায় এই জ্যাকেট সফল, এবং আর্মার-পিয়ারসিং বুলেটস (Level IV) থেকে সুরক্ষা দিতে সক্ষম এই হালকা বুলেটপ্রুফ জ্যাকেটটি৷

সূত্রের খবর, জম্মু-কাশ্মীর যেখানে বহু বছর ধরেই জঙ্গি নিধনে সদা জাগ্রত সেনাবাহিনী, সেখানেই এই জ্যাকেটটি পরীক্ষা করা হয়৷ একটি বিশেষ পদ্ধতির মধ্যে দিয়ে শক্তিবৃদ্ধি করা হয়েছে এর৷ ৩.৫কেজির থেকে কম ওজন এই জ্যাকেটের৷ একে-৪৭-এর মতো বুলেট থেকেও রক্ষা করবে এটি৷

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলেই প্রাইভেট ফার্ম এসএমপপি-র সঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক একটি চুক্তি করে৷ যার মাধ্যমে আগামী তিন বছরে ১৮৬,০০০ টি বুলেটপ্রুফ জ্যাকেট সেনার হাতে তুলে দেওয়া হবে৷ তবে এই জ্যাকেটগুলির থেকে অনেক হালকা (BARC)-এর Bhabha Kawach.