আইসিইউ–র ভিতরে গণধর্ষিতা কিশোরী


বেসরকারি হাসপাতালের আইসিইউ–র ভিতরে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল। অভিযুক্তদের মধ্যে একজন হাসপাতালেরই কর্মী। ঘটনাটি ঘটেছে শনিবার উত্তর প্রদেশের বরেলিতে। গত পাঁচ দিন আগে নিজেদের খেতে কাজ করার সময় সাপে কেটেছিল কিশোরীকে। তখন তাকে ওই হাসপাতালে ভর্তি করেছিল তার পরিবার। কিশোরীর শারীরিক অবস্থা সেসময় আশঙ্কাজনক থাকায় তাকে আইসিইউ–তে রাখা হয়েছিল। ওই বিভাগে ওই কিশোরীই একমাত্র রোগিনী ছিল তখন। তদন্তকারী অফিসার এ সিং জানিয়েছেন, জেনারেল ওয়ার্ডে ভর্তি হওয়ার পর ঠাকুমাকে কিশোরী অভিযোগ করে, এক রাতে সে যখন একা শুয়েছিল তখন হাসপাতালের পোশাকে এক ব্যক্তি সহ মোট পাঁচজন আইসিইউ রুমে ঢুকে তাকে জোর করে ইঞ্জেকশন দিতে যায়। কিশোরী বাধা দিলে তারা তার হাত বেঁধে গণধর্ষণ করে। নাতনির কাছে পুরো ঘটনা শুনে কর্তব্যরত চিকিৎসকদের অভিযোগ করেন কিশোরীর ঠাকুমা। তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে পর হাসপাতালের তরফে পুলিসে খবর দেওয়া হয়। পুলিস অভিযুক্ত কর্মীকে গ্রেপ্তার করে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। বাজেয়াপ্ত করেছে আইসিইউ–র সিসিটিভি ফুটেজ। ধৃতকে জেরা করে বাকি চারজনের সন্ধান শুরু করেছে পুলিস।