স্যাটেলাইট নির্মাণে পিছিয়ে পড়া দেশের বিজ্ঞানীদের প্রশিক্ষণ দেবে ভারত


নয়াদিল্লি: স্যাটেলাইট তৈরিতে পিছিয়ে পড়া দেশের বেশ কয়েকজন বিজ্ঞানীকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত৷ সম্প্রতি ভিয়েনাতে UNISPACE+50-র বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে দেশ৷

এক ইংরেজি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ইসরোর চেয়ারম্যান কে সিবান জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরশাহী এবং আফ্রিকার দেশগুলি যারা স্যাটেলাইট নির্মাণে প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে পড়েছে তাদের বিজ্ঞানীদের প্রশিক্ষিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে৷ তবে এই ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামে ভারত কোনও অর্থ দাবি না করলেও বিজ্ঞানী নির্বাচনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে বলে স্পষ্ট জানানো হয়েছে৷

সিবান আরও জানিয়েছেন, এই স্যাটেলাইট সব ধরণের পরীক্ষায় সফল হচ্ছে কিনা তা দেখতে ইসরোর প্রশিক্ষিত বিজ্ঞানীদের তৈরি একটি স্যাটেলাইট লঞ্চ করবে৷ ভারতের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে UNISPACE+50-এর সদস্য দেশগুলিও৷ এছাড়া ফ্রান্স, ইজরায়েল, জাপানসহ ১২টি দেশের বহু মহাকাশ বিজ্ঞানীদের সঙ্গে ভারতীয় প্রতিনিধিরা দ্বিপাক্ষিক বৈঠকে বসেন৷ এই বৈঠকে, মহাকাশে বিভিন্ন দেশের মধ্যে যৌথ উদ্যোগে কাজের অগ্রগতির বিষয়ে আলোকপাত করা হয় বলে জানা গিয়েছে৷

প্রসঙ্গত, কয়েক মাস আগে জিইও-এলইও অপটিক্যাল লিঙ্কস্ এবং ছোট স্যাটেলাইটের অ্যাটমিক ক্লকস্, ইলেকট্রিক প্রপালসনের উন্নতির বিষয়ে ভারত এবং ইজরায়েলের মধ্যে চুক্তি হয়৷