জানেন, কত কোটি টাকা সম্পত্তির মালিক ছিলেন অটলবিহারী বাজপেয়ী ?


নয়াদিল্লি: ১৯৮৭ সাল ৷ কিডনির সংক্রমণে ভুগছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ৷ বিদেশে গিয়ে চিকিৎসা করার প্রয়োজন ছিল ৷ কিন্তু আর্থিক অনটনের জেরে আমেরিকায় গিয়ে চিকিৎসা করাতে পারছিলেন না বাজপেয়ী ৷ তবে, সেই সময় তাঁকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন দেশের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি ৷ আর্থিক সাহায্যের পাশাপাশি মানসিকভাবেও সেই সময় রাজীব গান্ধি সাহস যুগিয়েছিলেন ৷

একটি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন বাজপেয়ী ৷ এরপরই আসতে আসতে সুস্থ হয়ে ওঠেন বাজপেয়ী ৷ পরে সর্বসমক্ষে রাজীব গান্ধিকে কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভোলেননি প্রাক্তন প্রধানমন্ত্রী ৷

একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মৃত্যুর সময় অটল বিহারী বাজপেয়ীর সম্পত্তির পরিমাণ ছিল ১৪.০৫ কোটি টাকা ৷ কিন্তু ১৯৮৭ সাল ৷ যেসময় তিনি কিডনি সংক্রমণে অসুস্থ হয়ে পড়েছিলেন ৷ সেই সময় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল মাত্র ৫৮ লক্ষ টাকা ৷ ২০০৪ সালের একটি হলফনামা অনুযায়ী এমনটাই তথ্য জানা গিয়েছে ৷

২০০৪ সালের হলফনামায় কি ছিল ?

২০০৪ সালে লখনউ লোকসভা আসন থেকে নির্বাচনে লড়েছিলেন বাজপেয়ী ৷ সেই সময় বাজপেয়ী তাঁর নিজের সম্পত্তির যে পরিমাণ দেখিয়েছিলেন ৷ সেটি ৫৮ লক্ষ টাকার আশেপাশেই ছিল ৷ সেই সময় স্টেট ব্যাঙ্কে তাঁর তিনটি অ্যাকাউন্ট ছিল ৷ একটি অ্যাকাউন্টে ২০ হাজার টাকা ৷ অন্য অ্যাকাউন্টটিতে ৩,৮২,৮৮৬ টাকা ছিল ৷ এছাড়াও অন্য একটি অ্যাকাউন্টে ২৫,৭৫,৫৬২.৫০ টাকা ছিল ৷

এর পাশাপাশি অটল বিহারী বাজপেয়ীর কাছে ২২ লক্ষ টাকার একটি ফ্ল্যাটও ছিল দিল্লিতে ৷ অন্যদিকে, তাঁর পৈতৃক বাড়ির মূল্য ছিল প্রায় ৬ লক্ষ টাকা ৷

বর্তমানে সম্পত্তির পরিমাণ কত ছিল বাজপেয়ীর ?

যদিও বিশ্বাসযোগ্য কোনও মাধ্যম থেকে বাজপেয়ীর সম্পত্তির পরিমাণ জানা যায়নি ৷ তবে, www.celebritynetworth.com ওয়েবসাইটের মতে, স্থাবর অস্থাবর সমস্ত মিলিয়ে তাঁর কাছে ১৪.০৫ কোটি টাকার সম্পত্তি ছিল ৷