‘বেতন না পেলে বন্ধ করে দেওয়া হবে এয়ার ইন্ডিয়ার বিমানের উড়ান’


মুম্বই: দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাঁদের৷ তাই কাজ বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনও রাস্তা নেই তাদের কাছে৷ এমনই দাবি করলেন বিক্ষুব্ধ এয়ার ইন্ডিয়া পাইলটদের একাংশ৷ তাঁদের হুমকি যদি তাঁদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া না হয়, তবে অধিকাংশ উড়ান বন্ধ করে দেওয়া হবে৷

ক্রমাগত বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হলেও, তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাঁদের৷ তাদের অন্যান্য ভাতাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাইলট ও কেবিন ক্রুদের৷ এই ভাবে বিষয়টি নিয়ে অবহেলা করা হলে, তারা কাজ বন্ধ করে দেবেন বলে জানিয়েছেন৷

এর পাশাপাশি তারা উড়ান ভাতা পাচ্ছেন না বলে দাবি তাঁদের৷ এই ফ্লাইং অ্যালাউন্স বা উড়ান ভাতা তাদের বেতনের একটা বড় অংশ৷ ফলে ক্ষোভ বাড়ছে বিমানচালকদের৷ প্রায় ৭০০ জন বিমানচালক এই বিক্ষোভে সামিল হয়েছেন বলে খবর৷

সূত্রের খবর এই বিমান ভাতা প্রতি দুমাস অন্তর দেওয়া হয়৷ কিন্তু জুন মাসের পর থেকে কোনও উড়ান ভাতা দেওয়া হয়নি বলে অভিযোগ বিমান চালকদের৷ গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলটস অ্যাসোসিয়েশন বা আইসিপিএ৷ তবে এখনই উড়ান ভাতা দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে তাঁরা৷

সাত থেকে আট মাস ধরে বকেয়া বেতন নিয়ে টানাপোড়েন চলছে এই সংস্থায়৷ জুলাই মাসের বেতন বহু টালবাহানার পর ১৪ই আগস্ট তাদের দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিমান চালকদের পক্ষ থেকে৷

বিমান চালকদের উদ্বেগে সামিল আইসিপিএ-ও৷ তাদের পক্ষ থেকে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে এই ইস্যুতে৷ বড়সড় প্রশ্ন তুলেছেন বিমানচালকরা৷ তাঁরা জানতে চেয়েছেন এয়ার ইন্ডিয়ায় সফর কি আদৌ নিরাপদ? ক্ষোভ বাড়ছে কর্মীদের মধ্যে৷ আইসিপিএ-র পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছে, তাতে লেখা কর্তৃপক্ষ অত্যন্ত অমানবিক ব্যবহার করছে কর্মীদের সঙ্গে৷ কর্মীরা কি এখানে আদৌ সুরক্ষিত? কারণ তাদের বিশ্বাস নিয়ে ছেলেখেলা চলছে৷

এদিকে, রুগ্ন এয়ার ইন্ডিয়াকে বাঁচাতে ১১,০০০ কোটি টাকার প্যাকেজের ব্যবস্থা করতে অসামরিক বিমান পরিবহণমন্ত্রক, অর্থমন্ত্রকের সঙ্গে আলোচনা করছে৷ এই আলোচনা শুরু হয়েছে সেই পরিস্থিতিতে যখন ক্ষতির বোঝায় জর্জরিত এয়ার ইন্ডিয়াকে বেসরকারিকরণ করতে গিয়ে ধাক্কা খেতে হয়েছে ৷

তবে এই বিষয়ে অসামরিক বিমান পরিবহণ সচিব আর এন চৌবে কিছু জানাননি৷ অন্যদিকে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র, বিষয়টি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক দেখছে তাই তাঁর পক্ষে কোনও মন্তব্য করা সম্ভব নয় বলে জবাব এড়িয়েছেন৷