সালিশিসভায় কুপিয়ে খুনের চেষ্টা


মালদহ: সালিশিসভায় কুপিয়ে খুনের চেষ্টা৷ গুরুতর অবস্থায় আক্রান্ত বৃদ্ধকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মালদহের ইংরেজবাজার থানা এলাকার ঘটনা৷ ঘটনার সূত্রপাত এলাকার এক 'দাপুটে' যুবকের লাগামহীন গতিতে লরি চালানোর প্রতিবাদ ঘিরে৷

দ্রুত গতিতে লরি চালানোর প্রতিবাদ করায় এক যুবককে মারধর করে ওই যুবক৷ তারই মীমাংসায় বসানো হয়েছিল সালিশিসভা৷ সেই সভাতেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করা হয় ওই বৃদ্ধকে৷ মালদহের ইংরেজবাজার থানার আন্তর্জাতিক স্থলবন্দর মহুদিপুরের বেঁকি এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আহতের নাম নিরঞ্জন মণ্ডল(৭০)। তাঁর ছেলে জানান, এদিন বিকেলে তাঁর দাদা রাজকুমার মণ্ডল মহুদিপুর এলাকা দিয়ে জমি থেকে ফিরছিলেন। অন্যদিকে এলাকার এক যুবক প্রসন ঘোষ তখন দ্রুত গতিতে লরি নিয়ে যাচ্ছিলেন৷ রাজকুমারকে ধাক্কা মারে সে৷

এরপরই প্রসন ও রাজকুমারের মধ্যে শুরু হয় বচসা৷ এরপর প্রসনই জানায়, এই ঝামেলার মীমাংসা হবে সালিশিসভায়৷ সেইমতোই এই সভা ডাকা হয়েছিল৷ অভিযোগ, সেই সালিশিসভাতে হঠাৎই মারমুখী হয়ে ওঠে প্রসন ও তার দলবল৷

সভা ছিলেন নিরঞ্জন মণ্ডল৷ তাঁকে ইঁট, লাঠি, রড দিয়ে মারধর শুরু করে৷ কোপ বসানো হয় ধারালো অস্ত্রের৷ সভায় উপস্থিত অন্যরা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। আহত নিরঞ্জনকে উদ্ধার করে মালদহ মেডিক্যালে নিয়ে যাওয়া হয়৷ আহতের পরিবারের পক্ষ থেকে প্রসন ঘোষ-সহ চারজনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।