অটো অস্বস্তি কাটিয়ে সল্টলেকের রাস্তায় বাসের রমরমা


কলকাতা: আজ, শুক্রবার থেকে শহরের আটটি নতুন রুটে এসি-নন এসি বাস পরিষেবা চালু করল রাজ্য পরিবহণ দফতর৷ এরমধ্যে অধিকাংশই সল্টলেক রুটের বাস৷ অফিসযাত্রীদের আশা, এই বাসগুলি ঠিকমতো চললে সল্টলেকে অটো দৌরাত্ম্যের হাত থেকে কিছুটা হলেও রেহাই মিলবে৷

শহরের বিভিন্ন প্রান্ত থেকে সেক্টর ফাইভ-নিউটাউনমুখী যেসব বাস চলে, তাতে ব্যাপক ভিড় হয়৷ বিশেষত, অফিস টাইমে ঠাসা ভিড় থাকে যাত্রীদের। সেই ভিড়ের চাপ কমাতে ছ'টি রুটে ৩৮টি এসি মিডি বাস এবং বাকি দু'টি রুটে চারটি নন-এসি বাস চালালো পরিবহণ দফতর৷

এই এসি বাসের রুটগুলি হল, এসি ৩৫ (মিল্ক কলোনি-সাপুরজি), এসি ৩৬ (নিউ টাউন-বারাসত), এসি ৩৮ (চিড়িয়ামোড়-ইকো স্পেস), এসি ৩০ এস (উল্টোডাঙা স্টেশন-সাপুরজি), এসি ২বি (রথতলা-বালিগঞ্জ) এবং এসি ৩০ (লেক টাউন-হাওড়া)৷ নন-এসি বাসের রুটগুলি হল, এম এক্স ৩ (কলকাতা স্টেশন-বিমানবন্দর ১ নম্বর গেট) এবং এস ১৪ ডি (সল্টলেক জিডি টার্মিনাস-গড়িয়া)। জানা গিয়েছে, নতুন রুটগুলিতে বাস চালাবে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম।

উল্লেখ্য, বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে রুটগুলির সূচনা হওয়ার কথা ছিল৷ কিন্তু অনিবার্য কারণবশত সেই অনুষ্ঠান বাতিল করা হয়। তবে সাধারণ মানুষের সুবিধার্থে শুক্রবার থেকেই বাস চালানোর সিদ্ধান্ত হয়। যাত্রীরা মনে করছেন বাস পরিষেবা ঠিক থাকলে অটোর হয়রানি কমবে৷