মুক্তির আগেই বাহুবলী ২ কে ছাপিয়ে রেকর্ড রজনীর ২.০


মুক্তির আগেই পাঁচশো কোটি টাকা রোজগার করে রেকর্ড গড়েছিল রজনীকান্তের সিনেমা ২.০। এবার আরও এক নতুন কীর্তি স্থাপন করল। এসএস রাজামৌলির ব্লকবাস্টার সিনেমা বাহুবলী ২ কে ছাপিয়ে গেল রজনীর সিনেমা। বাহুবলীর দ্বিতীয় ভাগ যেখানে ৯ হাজারের বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছিল, সেখানে রজনীর সিনেমা ১০, ৫০০টি স্ক্রিনে বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে।


রজনীর সিনেমা ২.০
পরিচালক শঙ্করের সিনেমা সারা দেশে ৭৮৫০টি স্ক্রিনে মুক্তি পাচ্ছে। তার মধ্যে সবচেয়ে বেশি স্ক্রিন রয়েছে উত্তর ভারতে। ৫ হাজারের বেশি। আর বিদেশে ২৫০০টির বেশি স্ক্রিনে মুক্তি পেতে চলেছে।


উত্তর ভারতে বেশি স্ক্রিনে মুক্তি
উত্তর ভারতে ৫ হাজার স্ক্রিনে, অন্ধ্র-তেলাঙ্গানায় ১১০০ স্ক্রিনে, তামিলনাড়ুতে ৮৫০-৯০০টি স্ক্রিনে, কেরলে ৪৫০টির বেশি স্ত্রিনে ও কর্ণাটকে ৪০০টির বেশি স্ক্রিনে ছবিটি মুক্তি পেতে চলেছে।


মোট তিনটি ভাষায় সিনেমা
ভারতে মোট তিনটি ভাষায় সিনেমাটি তৈরি হয়েছে। দুটি সাব-টাইটেল ভার্সন, তিনটে ভিডিও ফর্ম্যাট, দুটি অডিও ফর্ম্যাটে মুক্তি পাবে। মোট ৬৫-৭০টি দেশে সিনেমাটি মুক্তি পেতে চলেছে।


আমেরিকায় ৮০০টি স্ক্রিনে মুক্তি
শুধুমাত্র আমেরিকায় ৮০০টি স্ক্রিনে রজনীর ২.০ মুক্তি পেতে চলেছে। এর আগে এনথিরান, লিঙ্গা, কাবালি, কালা-র মতো রজনী অভিনীত সিনেমা আমেরিকায় দারুণ ব্যবসা করেছে।


মুক্তির আগেই রোজগার ৫০০ কোটি
প্রসঙ্গত, প্রি-বুকিং থেকে ১২০ কোটি রোজগারের পরে স্যাটেলাইট সত্ত্ব বেচে ১২০ কোটি টাকা, ডিজিটাল সত্ত্ব বেচে ৬০ কোটি টাকা, উত্তর ভারতে সত্ত্ব বেচে ৮০ কোটি টাকা, অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানায় সত্ত্ব বেচে ৭০ কোটি টাকা, কর্ণাটকে সত্ত্ব বেচে ২৫ কোটি টাকা, কেরলে সত্ত্ব ১৫ কোটি টাকা তুলেছে ২.-র প্রযোজকেরা। সবমিলিয়ে উঠেছে ৪৯০ কোটি টাকা। আর খরচ হয়েছে ৫৪৩ কোটি টাকা।