নদিয়ায় বিষমদ খেয়ে মৃত ৭, অসুস্থ ১৯


কালনা : বিষমদ খেয়ে মৃত্যু হল সাতজনের। অসুস্থ ১৯ জন। মৃতেরা সকলেই নদিয়ার নিশ্চিন্তপুরের চৌধুরিপাড়া বাসিন্দা বলে জানা গেছে। আজ পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হাসপাতালে তিনজনের মৃত্যু হয়। বাকি চারজনের মৃত্যু হয়েছে নদিয়ার শান্তিপুরে। আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আগামীকাল দুই বর্ধমানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নদিয়ার নিশ্চিন্তপুরের চৌধুরিপাড়া এলাকায় চোলাই মদের ঠেক চলছে রমরমিয়ে। দিনে দুপুরে সেখানে চোলাই মদ বিক্রি হয়। সম্প্রতি সেই চোলাই মদ খেয়ে এলাকায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে সাতজনের মৃত্যু হয়। মৃতেরা হল দুলারচান মাহাত (৪০), ভালোয়া মাহাত, বুটো মাহাত, সুনীল মাহাত, কাশীনাথ মাহাত, গৌতম শর্মা, মুন্না রাই।

স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় মদের ঠেক চললেও পুলিশ প্রশাসনকে জানিয়ে কোনও লাভ হয়নি। মূলত খেটে খাওয়া মানুষ দিনের শেষে যা উপার্জন করে, মদ খেতে গিয়ে সেইসব খরচ হয়ে যায়। এই নিয়ে এলাকায় একটা উত্তেজনায় পরিবেশ এমনিতেই ছিল। বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগও জানানো হয়েছিল। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। আজকের ঘটনার পর ফের পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।