রাসায়নিক প্ল্যান্টে বিস্ফোরণে মৃত ২২


বেজিং: রাসায়নিক প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে কম করেও ২২ জনের মৃত্যু হল৷ জখম আরও ২২৷ বুধবার সকালে উত্তর চিনের হেবেই প্রদেশের কাউনজাকওহো শহরের ঘটনা৷ সেদেশের সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে এই খবর৷

খবর পাওয়া মাত্র দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়৷ শুরু হয়েছে উদ্ধার অভিযান৷ চলছে আগুন নেভানোর কাজ৷ এখনও অবধি বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়৷ তবে বিস্ফোরণের তীব্রতা দেখে মৃত ও আহত দুটি ক্ষেত্রেই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে অনুমান৷ যারা আহত হয়েছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে৷ রাসায়নিক প্ল্যান্টের কাছাকাছি থাকা ৩৮টি ট্রাক ও ১২টি গাড়িতে দ্রুত আগুন ধরে যায়৷ সেগুলি এখন পুড়ে ছাই হয়ে গিয়েছে৷

সাম্প্রতিক কালে চিনের বেশ কিছু রাসায়নিক কারখানা ও গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে৷ ১৩ জুলাই চীনের সিচুয়ান প্রদেশে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হন। আহতের সংখ্যা ছিল ১২৷ জিয়াংআন কাউন্টি শিল্পাঞ্চলে 'ইয়েবিন হেংদা টেকনলোজি' পরিচালিত রাসায়নিক প্ল্যান্টে এই বিস্ফোরণ হয়। এরপর ২৪ নভেম্বর চিনের ঝিলিন প্রদেশের একটি গুদামে বিস্ফোরণে ২ জন মারা যান৷ আহত হন ৫৭ জন৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ৩৭০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়৷ তার মধ্যে ১৫টি বাড়ি ভেঙে যায়৷