গৃহবধূকে ব্ল্যাকমেল, গ্রেপ্তার অভিযুক্ত প্রেমিক


গৃহবধূকে ব্ল্যাকমেল করে টাকা হাতানোই ছিল উদ্দেশ্য। কিন্তু অভিযুক্তর শেষমেষ ঠাঁই হল শ্রীঘরে। 

এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় স্বামীর সঙ্গে থাকতেন ওই গৃহবধূ। আবার ভিনরাজ্যের এক যুবকের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল৷ পরকীয়ায় ইতি টানতে গিয়ে বিপদে পড়েন ওই গৃহবধূ৷ অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই যুবক টাকা চাইছিল বলে অভিযোগ৷ বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হন ওই মহিলা৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস৷

ভিআইপি রোডের কৈখালিতে থাকেন ওই গৃহবধূ৷ ফোনে তাঁর সঙ্গে আলাপ হয় অমিত কুমার নামে এক যুবকের৷ ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা সে৷ ক্রমে দু'জনের ঘনিষ্ঠতা বাড়ে৷ ফেসবুক ও ম্যাসেঞ্জারে নিয়মিত চলত চ্যাট৷ কৈখালির ওই গৃহবধূর দাবি, তাঁর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে রেখেছে অমিত৷ এখন আর ওই যুবকের সঙ্গে সম্পর্ক রাখতে চাননা তিনি৷ তাই সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে অমিত। টাকা চাইছে। শেষপর্যন্ত গোটা ঘটনা জানিয়ে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা৷

সোমবার রাতে ঝাড়খণ্ডের ধানবাদ থেকে অভিযুক্ত অমিত কুমারকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা৷ তদন্তকারীরা জানিয়েছেন, পড়শি রাজ্যের ওই যুবক উচ্চশিক্ষিত৷ বিটেক পাশ। টাকা আদায়ের জন্য কৈখালির ওই গৃহবধূকে প্রেমের ফাঁদে ফেলেছিল অমিত৷ ঘনিষ্ঠতা এতটাই ছিল যে, গোপনে প্রেমিকের সঙ্গে দেখাও করতেন ওই গৃহবধূ৷ সেই সময়েই ছবিগুলি তুলেছে অভিযুক্ত৷