‌নিউ টাউনের সিলিকন ভ্যালিতে জমি চাইছে রিলায়েন্স জিও সহ চার সংস্থা


মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্ন ধীরে ধীরে সাফল্যের পথে এগোচ্ছে। নিউটাউনে শিল্পের জন্য মাত্র এক টাকায় জমি দেওয়ার প্রকল্প শিলিকন ভ্যালি ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে শুরু করেছে। দেশের প্রথম সারির শিল্পপতিরা সিলিকন ভ্যালিতে জমি কেনায় আগ্রহ দেখাচ্ছেন। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন নিউটাউনের সিলিকন ভ্যালিতে জমি নেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে রিলায়েন্স জিও, টিসিএস, ক্যাপ জেমিনি, ফার্স্টসোর্স সলিউশনের মত সংস্থা।

তিনিই জানিয়েছেন রিলায়েন্স জিও চেয়েছে ৪০ একর জমি। আর টিসিএস চেয়েছে ২০ একর, ক্যাপ জেমিনি ১০ একর এবং ফার্স্টফোর্স সলিউশনস চেয়েছে ৪ একর জমি।

তাঁদের জমি দেওয়ার আগে আবেদন পত্রগুলি খুঁটিয়ে দেখা হবে। এবং সিলিকন ভ্যালিতে জমি নেওয়ার জন্য যা যা বিধি নির্দেশিকা দেওয়া হয়েছে সেগুলি মেনেই সংস্থাগুলিকে জমি দেওয়া হবে। চলতি বছরের অগস্টেই নিউটাউনে সিলিকন ভ্যালির উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর দু'‌মাসের মধ্যেই সেখানে জমি পাওয়ার জন্য আবেদন আসতে শুরু করেছে। চাহিদা এতটাই যে আরও ১০০ একর জমি এই হাবের জন্য বরাদ্দ করার কথা ভাবছে রাজ্য সরকার।‌‌