‘ডিসেম্বরেই অযোধ্যায় রামমন্দির আর লখনউয়ে মসজিদ নির্মিত হবে’


নয়াদিল্লি: রামমন্দির নিয়ে তর্ক-বিতর্ক চলছেই৷ সুপ্রিম কোর্টে এই রামমন্দির নিয়ে শুনানি পিছিয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে৷ জানুয়ারিতে শুনানির দিন ঘোষণার জন্য শীর্ষ আদালতের নতুন বেঞ্চের দিকে তাকিয়ে রয়েছে সকলেই৷ আর তারই মধ্যে রামমন্দির মাঝেমধ্যেই মুখ খুলছেন কেউ কেউ৷ শনিবার বিজেপির প্রাক্তন সাংসদ এবং রাম জন্মভূমি ন্যাসের প্রেসিডেন্ট রাম বিলাস বেদান্তি রামমন্দির নির্মাণ সম্পর্কে বক্তব্য পেশ করেন৷


রাম বিলাস বেদান্তি
কি বলেছেন রাম বিলাস বেদান্তি?
এক সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে বেদান্তি জানান, ডিসেম্বরেই অযোধ্যায় রামমন্দির নির্মাণ শুরু হবে৷ শুধু তাই নয়, এর পাশাপাশি তিনি এও জানান, লখনউতে নির্মিত হবে মসজিদ৷ তবে কোনও অর্ডিন্যান্স নয়, দুপক্ষের মধ্যে চুক্তিতেই হবে এই নির্মাণ কাজ৷

এর আগে সেপ্টেম্বরে, বেদান্তি দাবি করেছিলেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগেই রামমন্দিরের কাজ শুরু হবে৷ সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ গত জুলাইয়ে হায়দরাবাদের একটি জনসভায় বক্তব্য পেশ করার সময় এই আভাস দিয়েছিলেন যে নির্বাচনের আগেই রামমন্দিরের নির্মাণ হবে, যদিও দলের পক্ষ থেকে এরকম কোনও বক্তব্য পেশ করার কথা অস্বীকার করা হয়েছে৷

গত ২৫ জুন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন, অযোধ্যায় রামমন্দিরের নির্মাণ তখনই সম্পূর্ণ হয়ে যাবে যখন সেখানে ভগবান রামের আশীর্বাদ ঝরে পড়বে৷ তবে এসব কিছু অনেকটাই নির্ভর করছে ২০১৯-এর জানুয়ারির দিকে৷ রামমন্দিরের দিন শুনানির পর, দীর্ঘদিন ধরে আটকে থাকা বিতর্কিত বিষয়ের জল কোনদিকে গড়ায় সেদিকেই তাকিয়ে সকলে৷