পাকিস্তান থেকে হেরোইন পাচার নিয়ে চিন্তিত বিএসএফ কর্তারা


চন্ডীগড়: ফেন্সিং এর কাছ থেকে বিএসএফ বাহিনী পাঁচ কিলো হেরোইন উদ্ধার করল৷ ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তদন্তকারিদের হাতে৷ তারা তদন্তে নেমে জানতে পারেন এই হেরোইন পাচারের নেপথ্যে পাকিস্তানি পাচারকারীরা৷ তারা ছক কষে মাটির তলায় পুঁতে রেখেছিল এই হেরোইন৷

এই তথ্য পেয়ে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন পুলিশ কর্তারা৷ তারা জানাচ্ছেন, ঘটনায় স্পষ্ট এই রাজ্যে পাকিস্তানি পাচারকারীরা কতটা সক্রিয়৷ ঘটনাটি ঘটে ফিরোজপুর বিএসএফ সেক্টরের কাছে৷ বিএসএফ আধিকারিকেরা সংবাদমাধ্যমকে জানান তারা গোপন সূত্রে খবর পান ভারতীয় পাচারকারীরা পাকিস্তান পাচারকারীদের কাছ থেকে হেরোইন পাচার করার পরিকল্পনা করেছে৷ সেই সূত্র ধরেই তারা এই এলাকায় মঙ্গলবার তল্লাশি অভিযান চালান৷

বিএসএফের ব্যাটেলিয়ন ২৯ এর জওয়ানেরা বিওপি জহদিশের কাছে ফেন্সিং- এ তল্লাশি অভিযান চালায়৷ তল্লাশি চলাকালীন তারা দেখতে পান একটি জায়গা সদ্য খোঁড়া হয়েছে৷ সেই জায়গাতেই ফের মাটি খোঁড়েন তারা৷ মাটি খুড়তেই চমকে যান বিএসএফ জওয়ানরা৷ ওই মাটির তলায় হেরোইন রাখা ছিল৷ সেখান থেকে তারা চারটি হেরোইনের প্যাকেট এবং একটি বোতল উদ্ধার করে৷ সেই বোতলেও হেরোইন ভরতি ছিল বলে জানান বিএসএফের কর্তারা৷
 
কয়েকদিন আগে এই এলাকা থেকেই বিএসএফ কর্তারা পাঁচ কিলো হিরোইন উদ্ধার করেছিল৷ চলতি বছরে তারা পঞ্জাবের কাছে ভারত-পাকিস্তান বর্ডার থেকে প্রায় ২২.৬৫৪ কিলো হেরোইন উদ্ধার করে৷